প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির ঈদ পুনর্মিলনী সম্পন্ন

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ১১, ২০১৮ ।।

ব্যপক উৎসাহ উদ্দীপনা এবং বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহনের মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে মুন্সিগঞ্জ – বিক্রমপুর সোসাইটি জাপান'র ঈদ পুনর্মিলনী ২০১৮ অনুষ্ঠিত হয়েছে ।

৯ সেপ্টেম্বর '১৮ টোকিওর ইতাবাশি সিটি অইয়ামা বুনকা কাইকান-এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান 'ঈদ আনন্দ ২০১৮ এ প্রতি বছরের মতো এবার ও প্রবাসীদের ঢল নেমেছিল । আর ঢল নামবেই না বা কেন , মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান এর আয়োজন মানেই একটু ভিন্নতা , জাতি , ধর্ম – বর্ণ নির্বিশেষে সকল শ্রেনীর লোকের অংশ গ্রহণে এলাহী এক কাণ্ড ।

জাপান প্রবাসীদের আনন্দে অংশ নিয়েছিলেন ডঃ সাহিদা আক্তার এর নেতৃত্বে দূতাবাস কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

সংগঠনের সাধারন সম্পাদক এমডি এস. ইসলাম নান্নু স্বাগতিক বক্তব্যে অতিথীদের শুভেচ্ছা জানিয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এ.পি.এফ.এস এর প্রতিষ্ঠাতা কাতসুও ইয়োশিনারি , রিক্কিও বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক মিযুকামি , অধ্যাপক ওয়াতাদো , জাপানে মোবাইল মসজিদ নির্মাতা প্রতিষ্ঠান ইয়াসু প্রোজেক্ট নির্বাহী কর্মকর্তা জুনিয়া ইমামুরা এবং মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান এর সভাপতি বাদল চাকলাদার ।

এছাড়াও প্রবাসীদের দ্বারা পরিচালিত জাপানস্ত বিভিন্ন রাজনৈতিক সামাজিক , সাংস্কৃতিক , ব্যাবসায়ী , ধর্মীয় ও আঞ্চলিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তি বর্গ তাদের অনুভুতি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।

২০০৭ সালে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান নিয়মিতভাবে কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহার পর সকলের জন্য উন্মুক্ত রেখে করে আসছে।

মূলত পবিত্র ঈদুল আজহার মাহাত্ম্য সকলের সঙ্গে সমান ভাগে ভাগ করে নেয়ার জন্য মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান কোরবানির মাংসে আপ্যায়নের মাধ্যমে সমস্ত জাপান প্রবাসীকে একত্রিত করে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে 'ঈদ আনন্দ' নামে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির চিরাচরিত আবহমান কালের বাংলাদেশের উৎসবের আমেজে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান জানিয়ে আপ্যায়নের ম্যানুতেও বৈচিত্র্য রাখা সংগঠনটির অনন্য বৈশিষ্ট্য। এবছর ও তার ব্যাতিক্রম ঘটেনি।  

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]