|
মুন্সিগঞ্জ – বিক্রমপুর সোসাইটি জাপান'র ইফতার মাহফিল অনুষ্ঠিত
কমিউনিটি রিপোর্ট ।। মে ২৯, ২০১৮ ।।
জাপানে মুন্সিগঞ্জ – বিক্রমপুর সোসাইটি জাপান'র যে কোন আয়োজন-ই প্রবাসীদের
মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সমর্থ হয় তার প্রধান কারন হচ্ছে বিক্রমপুর বাসীর
আতিথেয়তা , আন্তরিকতা এবং সব ধর্মালম্বীদের কথা মাথায় রেখে খাবার পরিবেশনে
বৈচিত্র্যতা ।
প্রতিবছরের মতো এবার ও মুন্সিগঞ্জ – বিক্রমপুর সোসাইটি জাপান'র ইফতার
মাহফিলে সর্বস্তরের প্রবাসীদের ঢল নামে । যদিও এবারের আয়োজনে কিছুটা সংশয়
ছিল স্বয়ং আয়োজকদের মধ্যেই ।
তার অন্যতম কারন ছিল , প্রথমত টোকিওর বাহিরে , দ্বিতীয়ত অপরিচিত এবং নতুন
যায়গায় ( স্টেশন থেকে খানিকটা দূর ও বটে ) এবং একই দিন অন্য একটি আঞ্চলিক
সংগঠন টোকিওতে , যোগাযোগ ব্যাবস্থার সুবিধা সহ পরিচিত স্থানে ইফতার মাহফিল
এর ডাক দেয়া । এছাড়া ও ঘরোয়া ভাবে ও বেশ কয়েকটি ইফতার এর আয়োজন তো ছিলই ।
কিন্তু কোন চেষ্টাই প্রবাসীদের ঢল ঠেকানো যায়নি ।
প্রবাসীরা বিক্রমপুরবাসীদের আয়োজন থেকে মুখ ফিরিয়ে নেননি । প্রতি বছরের মতো
এবার ও ব্যাপক সাড়া দিয়েছেন বিভিন্ন প্রতিকুলতা সত্যেও । পাঁচ শতাধিক অতিথি
বিক্রমপুর বাসীদের আপ্যায়নে আপ্যায়িত হন ।
২৭ মে ২০১৮ সাইতামা প্রদেশের মিসাতো সিটি'র শিন মিসাতো'র মিসাতো চুও
সোউকাইজো হল এবং একই সাথে শিনমিসাতো মসজিদে আয়োজিত ইফতার মাহফিল-এ
প্রবাসীদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল বাংলাদেশ দুতাবাস জাপান ।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা , দুতালয় প্রধান ও প্রথম সচিব মোঃ জোবায়েদ হোসেন ,
দ্বিতীয় সচিব মোঃ বেলায়েত হোসেন , বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক , রাজনৈতিক
, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রবাসী মিডিয়া এবং
বাংলাদেশ মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ।
এছাড়াও স্থানীয় জাপানী নাগরিক সহ বিভিন্ন দেশের নাগরিকরাও শরীক হন
মুন্সিগঞ্জ – বিক্রমপুর সোসাইটি জাপান'র ইফতার মাহফিলে । একই সাথে মসজিদেও
আয়োজন থাকায় ভিন্ন মাত্রা পায় ।
ইফতার মাহফিলে সভাপতি বাদল চাকলাদার এবং সাধারন সম্পাদক এমডি, এস, ইসলাম
নান্নু'র কোন বক্তব্য না থাকলেও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা শুভেচ্ছা বক্তব্য
রাখেন । সংক্ষিপ্ত শুভেছা বক্তব্যে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা প্রতি বছর বৃহৎ
আকারে এমন মহতী আয়োজনের জন্য মুন্সিগঞ্জ – বিক্রমপুর সোসাইটি জাপান এর সকল
সদস্য সহ উপস্থিত সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান ।
কোরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবনে রোজার মাহাত্ম্য গুরুত্ব এবং ফজিলত
সম্পর্কে ইফতার পূর্ব ধর্মীয় বয়ান এবং মোনাজাত ও নামাজে ইমামতি করেন শিন
মিসাতো মসজিদের হাফেজ মাওলানা মোঃ আরাফাত উল্লাহ । তিনি মাগরিব নামাজেও
ইমামতি করেন ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |
|