প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

৯ম প্রবাস প্রজন্ম সন্মাননা ২০১৮ দেয়া হয়েছে সাদি মহম্মদ'কে

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মে ৮, ২০১৮ ।।

৯ম প্রবাস প্রজন্ম জাপান সন্মাননা ২০১৮ পেয়েছেন বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র , বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী , জীবন্ত কিংবদন্তী সাদি মহম্মদ কে ।

এছাড়াও একই সঙ্গে জাপান প্রবাসী বাংলাদেশীদের জন্য অবদান রাখায় এশিয়ান পিপলস সোসাইটির ( এপিএফএস) প্রতিষ্ঠাতা সভাপতি , ইয়োশিনারি কাতসুও কে বিশেষ সন্মাননা দেওয়া হয় ।

৬ মে ২০১৮ রোববার টোকিওতে এক জাঁকজমক আয়োজনের মাধ্যমে তাদের হাতে এ সন্মাননা তুলে দেয়া হয় । রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তাঁদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর প্রাক্কালে জাপানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আশরাফ উদ দৌলা'র সভাপতিত্বে আয়োজকদের পক্ষ থেকে স্বাগতিক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রাহমান মনি । অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডঃ তপন কুমার পাল । এছাড়াও সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন এপিএফএস এর বর্তমান সভাপতি ইয়শিদা মায়োমি

বাংলাদেশের সঙ্গীত ভুবনে তিন যুগেরও বেশী সময় ধরে অবদান রাখার জন্য সাদি মহম্মদ কে এই সন্মাননা দেয়া হয়েছে । এ উপলক্ষে প্রবাস প্রজন্ম জাপান আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ছাড়াও , জাপানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আশরাফ উদ দৌলা , জাপান সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাগন , জাপান নিউ কোমেইতো পার্টি'র নীতি নির্ধারক , জাপান আবে প্রশাসনের সাবেক মন্ত্রী অতা আকিহিরো , জাপান ফরেন প্রেস সেন্টার এর সভাপতি আকাসাকা কিয়োতাকা সংসদ সদস্য , রাজনীতিবিদ এবং জাপান-বাংলা উভয় দেশের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অর্ধশতাধিক শিশুকিশোর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের মেধার বিকাশ ঘটায় ।

বিপুল সংখ্যক দর্শক বিরতিহীন ৫ ঘণ্টা শিশুকিশরদের সাথে বড়দের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন । এটি একটি বিরল দৃষ্টান্ত ।

সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এই উপলক্ষে আয়োজিত শিশু কিশোরদের চিত্রকলা প্রদর্শনী ও পুরস্কার বিতরন করা হয় অনুষ্ঠানে । ২টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয় । চিত্র শিল্প প্রদর্শনীটি ছিল এযাবতকালের সবচেয়ে আকর্ষণীয় এবং দেখার মতো । উপস্থাপন ও ছিল খুব সুন্দর ভাবে ।

জাপানে বেড়ে ওঠা শিশুকিশোরদের বাংলাদেশের সাহিত্য ,সংস্কৃতি,ভাষা্‌ ইতিহাস ও ঐতিহ্যের সংগে সংশ্লিষ্ট রেখে শিশু কিশোরদের জীবনে মননে দেশ , মাটি ও মানুষের নিরবচ্ছিন্ন সুরধারা সঞ্চারনের লক্ষ্যে ২০০৭ সালে জন্ম নেয়া জাপানে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত একমাত্র শিশু সংগঠন 'প্রবাস প্রজন্ম জাপান'যাত্রা শুরু করে । সেই থেকে নিয়মিতভাবে প্রতিবছর প্রবাস প্রজন্ম জাপান বার্ষিক আয়োজনের মাধ্যমে শিশুকিশরদের উৎসাহ দেয়ার জন্য বাংলাদেশের স্বনামধন্য ব্যাক্তিদের আমন্ত্রন জানিয়ে 'প্রবাস প্রজন্ম সন্মাননা' দিয়ে আসছে ।

অনুষ্ঠানটি জাপানে 'দুই প্রজন্মের মিলন মেলা' হিসেবে খ্যাত । জাপানে প্রবাসী বাংলাদেশী ব্যাবসায়ী নেতৃবৃন্দ , সংস্কৃতিমনা সহৃদয় ব্যাক্তিবর্গ এর প্রধান পৃষ্ঠপোষক । সহযোগিতায় থাকেন জাপানে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ দুতাবাস ।

এ পর্যন্ত যারা প্রবাস প্রজন্ম জাপান সন্মাননা পেয়েছেন , তারা হলেন বিশিষ্ট সাহিত্যিক , শিক্ষক , গবেষক ও কলামিস্ট ডঃ মুহাম্মদ জাফর ইকবাল (২০০৭) , শিশু সাহিত্যিক ,মিডিয়া ব্যাক্তিত্ব , একুশে পদক প্রাপ্ত ফরিদুর রেজা সাগর ও সিনিয়র সাংবাদিক , সঞ্চালক , কলামিস্ট , টক শো খ্যাত লেখক গোলাম মোরতোজা (২০০৮) , বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী , একুশে পদক প্রাপ্ত রেজোয়ানা চৌধুরী বন্যা (২০১০ ) সংগীত ভুবনে গানের পাখী খ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী (২০১১) , সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র সুবীর নন্দী ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার (২০১২) ,সংগীতজগতের আরেক দিকপাল , গীতিকার , সুরকার ও বংশী বাদক (প্রয়াত) বারী সিদ্দিকি (২০১৪) ,সংগীত জগতের উজ্জ্বল তারকা দম্পতি মুক্তিযোদ্ধ্বা রফিকুল আলম ও আবিদা সুলতানা (২০১৫) , বাংলাদেশ চলচ্চিত্র সংগীত জগতের জীবন্ত কিংবদন্তী , উজ্জ্বল নক্ষত্র , একুশে পদক প্রাপ্ত মোঃ খুরশীদ আলম (২০১৬) । এছাড়াও জাপানে বাংলাদেশী বংশোদ্ভূত , হলিউড অভিনেত্রী , টিভি ব্যাক্তিত্ব , এসময়ের অত্যন্ত জনপ্রিয় মডেল , সংগীত শিল্পী রোলা'কে ।

গত ২৫ ফেব্রুয়ারি ২০১৮ রোববার টোকিওর কিতা সিটি তাকিনোগাওয়া বুনকা সেন্টার এ আয়োজিত শিশুকিশোরদের এক প্রস্তুতি সভায় অভিভাবক , রাজনৈতিক ,সামাজিক , সাংস্কৃতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজকদের পক্ষে রাহমান মনি ৯ম প্রবাস প্রজন্ম জাপান সন্মাননা ২০১৮ সঙ্গীত শিল্পী সাদী মহম্মদ এর নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে তাতে সম্মতি জ্ঞ্যাপন করেন ।   

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]