|
৯ম প্রবাস প্রজন্ম সন্মাননা ২০১৮ দেয়া হয়েছে সাদি মহম্মদ'কে
কমিউনিটি রিপোর্ট ।। মে
৮, ২০১৮ ।।
৯ম প্রবাস প্রজন্ম জাপান সন্মাননা ২০১৮ পেয়েছেন বাংলাদেশের সঙ্গীত জগতের এক
উজ্জ্বল নক্ষত্র , বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী , জীবন্ত কিংবদন্তী সাদি
মহম্মদ কে ।
এছাড়াও একই সঙ্গে জাপান প্রবাসী বাংলাদেশীদের জন্য অবদান রাখায় এশিয়ান
পিপলস সোসাইটির ( এপিএফএস) প্রতিষ্ঠাতা সভাপতি , ইয়োশিনারি কাতসুও কে বিশেষ
সন্মাননা দেওয়া হয় ।
৬ মে ২০১৮ রোববার টোকিওতে এক জাঁকজমক আয়োজনের মাধ্যমে তাদের হাতে এ সন্মাননা
তুলে দেয়া হয় । রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তাঁদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে
দেন ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর প্রাক্কালে জাপানে নিযুক্ত বাংলাদেশের সাবেক
রাষ্ট্রদূত আশরাফ উদ দৌলা'র সভাপতিত্বে আয়োজকদের পক্ষ থেকে স্বাগতিক ও
শুভেচ্ছা বক্তব্য রাখেন রাহমান মনি । অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা
বক্তব্য রাখেন ডঃ তপন কুমার পাল । এছাড়াও সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন
এপিএফএস এর বর্তমান সভাপতি ইয়শিদা মায়োমি
বাংলাদেশের সঙ্গীত ভুবনে তিন যুগেরও বেশী সময় ধরে অবদান রাখার জন্য সাদি
মহম্মদ কে এই সন্মাননা দেয়া হয়েছে । এ উপলক্ষে প্রবাস প্রজন্ম জাপান আয়োজিত
এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা
ছাড়াও , জাপানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আশরাফ উদ দৌলা , জাপান
সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাগন , জাপান নিউ কোমেইতো পার্টি'র নীতি
নির্ধারক , জাপান আবে প্রশাসনের সাবেক মন্ত্রী অতা আকিহিরো , জাপান ফরেন
প্রেস সেন্টার এর সভাপতি আকাসাকা কিয়োতাকা সংসদ সদস্য , রাজনীতিবিদ এবং
জাপান-বাংলা উভয় দেশের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অর্ধশতাধিক শিশুকিশোর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের মেধার বিকাশ
ঘটায় ।
বিপুল সংখ্যক দর্শক বিরতিহীন ৫ ঘণ্টা শিশুকিশরদের সাথে বড়দের সমন্বয়ে
সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন । এটি একটি বিরল দৃষ্টান্ত ।
সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এই উপলক্ষে আয়োজিত শিশু কিশোরদের চিত্রকলা
প্রদর্শনী ও পুরস্কার বিতরন করা হয় অনুষ্ঠানে । ২টি বিভাগে এই পুরস্কার
দেওয়া হয় । চিত্র শিল্প প্রদর্শনীটি ছিল এযাবতকালের সবচেয়ে আকর্ষণীয় এবং
দেখার মতো । উপস্থাপন ও ছিল খুব সুন্দর ভাবে ।
জাপানে বেড়ে ওঠা শিশুকিশোরদের বাংলাদেশের সাহিত্য ,সংস্কৃতি,ভাষা্ ইতিহাস
ও ঐতিহ্যের সংগে সংশ্লিষ্ট রেখে শিশু কিশোরদের জীবনে মননে দেশ , মাটি ও
মানুষের নিরবচ্ছিন্ন সুরধারা সঞ্চারনের লক্ষ্যে ২০০৭ সালে জন্ম নেয়া জাপানে
বাংলাদেশীদের দ্বারা পরিচালিত একমাত্র শিশু সংগঠন 'প্রবাস প্রজন্ম
জাপান'যাত্রা শুরু করে । সেই থেকে নিয়মিতভাবে প্রতিবছর প্রবাস প্রজন্ম
জাপান বার্ষিক আয়োজনের মাধ্যমে শিশুকিশরদের উৎসাহ দেয়ার জন্য বাংলাদেশের
স্বনামধন্য ব্যাক্তিদের আমন্ত্রন জানিয়ে 'প্রবাস প্রজন্ম সন্মাননা' দিয়ে
আসছে ।
অনুষ্ঠানটি জাপানে 'দুই প্রজন্মের মিলন মেলা' হিসেবে খ্যাত । জাপানে প্রবাসী
বাংলাদেশী ব্যাবসায়ী নেতৃবৃন্দ , সংস্কৃতিমনা সহৃদয় ব্যাক্তিবর্গ এর প্রধান
পৃষ্ঠপোষক । সহযোগিতায় থাকেন জাপানে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ
দুতাবাস ।
এ পর্যন্ত যারা প্রবাস প্রজন্ম জাপান সন্মাননা পেয়েছেন , তারা হলেন বিশিষ্ট
সাহিত্যিক , শিক্ষক , গবেষক ও কলামিস্ট ডঃ মুহাম্মদ জাফর ইকবাল (২০০৭) ,
শিশু সাহিত্যিক ,মিডিয়া ব্যাক্তিত্ব , একুশে পদক প্রাপ্ত ফরিদুর রেজা সাগর
ও সিনিয়র সাংবাদিক , সঞ্চালক , কলামিস্ট , টক শো খ্যাত লেখক গোলাম মোরতোজা
(২০০৮) , বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী , একুশে পদক প্রাপ্ত রেজোয়ানা
চৌধুরী বন্যা (২০১০ ) সংগীত ভুবনে গানের পাখী খ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা
নবী (২০১১) , সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র সুবীর নন্দী ও চিত্রশিল্পী
মুস্তাফা মনোয়ার (২০১২) ,সংগীতজগতের আরেক দিকপাল , গীতিকার , সুরকার ও বংশী
বাদক (প্রয়াত) বারী সিদ্দিকি (২০১৪) ,সংগীত জগতের উজ্জ্বল তারকা দম্পতি
মুক্তিযোদ্ধ্বা রফিকুল আলম ও আবিদা সুলতানা (২০১৫) , বাংলাদেশ চলচ্চিত্র
সংগীত জগতের জীবন্ত কিংবদন্তী , উজ্জ্বল নক্ষত্র , একুশে পদক প্রাপ্ত মোঃ
খুরশীদ আলম (২০১৬) । এছাড়াও জাপানে বাংলাদেশী বংশোদ্ভূত , হলিউড অভিনেত্রী
, টিভি ব্যাক্তিত্ব , এসময়ের অত্যন্ত জনপ্রিয় মডেল , সংগীত শিল্পী রোলা'কে
।
গত ২৫ ফেব্রুয়ারি ২০১৮ রোববার টোকিওর কিতা সিটি তাকিনোগাওয়া বুনকা সেন্টার
এ আয়োজিত শিশুকিশোরদের এক প্রস্তুতি সভায় অভিভাবক , রাজনৈতিক ,সামাজিক ,
সাংস্কৃতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজকদের পক্ষে রাহমান মনি ৯ম প্রবাস
প্রজন্ম জাপান সন্মাননা ২০১৮ সঙ্গীত শিল্পী সাদী মহম্মদ এর নাম প্রস্তাব
করলে উপস্থিত সকলে তাতে সম্মতি জ্ঞ্যাপন করেন ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |
|