টোকিও সাকুরা উৎসব ও স্বাধীনতা দিবস
উদযাপন
কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ৩, ২০১৮ ।।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত টোকিও'র আসুকাইয়ামা উদ্যানে রোববার
আয়োজন করা হয়েছিলো সাকুরা উৎসব। বছরের ঠিক এ সময়টা কানতো অঞ্চলের গাছ গুলো সব
গোলাপি রং ধরে। থোকায় থোকায় শুধু চেরি ফুল, গাছে পাতার অস্তিত্বই খুঁজে পাওয়া
ভার।
রোববারের রৌদ্রজ্জ্বল দিনে সামাজিক সংগঠন কন্যা-জায়া-জননী আয়োজিত সাকুরা উৎসবটি
অর্ধ-সহস্রাধিক বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছিলো। দুপুরের আগে থেকেই মানুষের
ভীড় জমতে থাকে। পার্কিংয়ে গাড়ির ঠাঁই নেই, আশেপাশের কোনো কয়েন পার্কিংয়েও নেই।
পার্কিং পাবার আশায় রাস্তাতেও গাড়ির ভীড় জমে।
চেরি বা সাকুরা গাছের নীচে সকলে বিশেষ করে ভাবীরা ইচ্ছেমত ফটোশ্যুট করেন।
ছোটদেরও আনন্দের কোনো কমতি ছিলো না।
পার্কের এক অংশে বসে বাংলা গান নিয়ে মেতে ওঠেন উত্তরণ কালচারাল গ্রুপের সদস্যরা।
একের পর এক তাদের পরিবেশিত গান উপস্থিত প্রবাসীদের আনন্দ দেয়।
সর্বস্তরের প্রবাসীরা দিনভর চমৎকার আয়োজনটি উপভোগ করেন। দুপুরে বিরিয়ানীর
প্যাকেট ছাড়াও ছিলো বিকেলের চটপটি, সমুচা, মিষ্টি ও আপেলের নাস্তা।
নানান আয়োজনের শেষে সন্ধ্যার হিমেল হাওয়ায় মানুষ ঘরমুখী হতে শুরু করেন। লিপিকা
চৌধুরি ও জালাল জাবেদ দম্পতির অক্লান্ত পরিশ্রম এই বিশাল আয়োজনকে স্বার্থক করে
তোলে।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |