প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপান সফররত বারভিডা নেতৃবৃন্দদের বি,সি,সি,আই,জে'র সংবর্ধনা

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ২৯, ২০১৮ ।।

বর্তমানে জাপান সফররত বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)'র ৭ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদেলের সন্মানে বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন জাপান ( বিসিসিআইজে ) নৈশ ভোজের মাধ্যামে এক সংবর্ধনার আয়োজন করে ।

টোকিওর হালাল চাইনিজ রেসুরেন্ট কওলুন ক্যাসেল এ ২৭ মার্চ মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানে বারভিডা নেতৃবৃন্দ , বিসিসিআইজে নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের ব্যাবসায়ী এবং প্রবাসী মিডিয়া প্রতিনিধিগন উপস্থিত ছিলেন ।

বিসিসিআইজে সভাপতি বাদল চাকলাদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বারভিডা সভাপতি হাবিব উল্লাহ ডন , সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান এবং বিসিসিআইজে'র সাধারন সম্পাদক এমডি নাসিরুল হাকিম।

কাজী এনামুল হক এবং আহসান শামীম জোসেফ এর যৌথ পরিচালনায় আয়োজিত সংবর্ধনা আয়োজনে প্রথমেই ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয় । ফুলেল শুভেচ্ছা জানান মীর রেজাউল করীম রেজা , চৌধুরী শাহীন , শেখ রনি লিটন , রাজিব মাহমুদ , বিপ্লব মল্লিক , রেজাউল সম্রাট বাপ্পি , নাজমুল হোসেন রতন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাদল চাকলাদার ,হাবিব উল্লাহ ডন , হাবিবুর রহমান , এমডি নাসিরুল হাকিম , মোঃ জহিরুল ইসলাম , এমডি সহিদুল ইসলাম নান্নু , আসলাম কোরেশী , বিপ্লব মল্লিক , সুখেন ব্রম্ম , জিয়াউল ইসলাম , কাজী ইনসানুল হক প্রমুখ ।

হাবিব উল্লাহ ডন তার বক্তব্যে বারভিডা এবং বিসিসিআইজে এক সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করে বলেন , আগামী জুন মাসেই পরবর্তী বাজেট পেশ করা হবে । প্রতিটি বাজেটেই পুরাতন গাড়ীর উপর খড়গ নেমে আসে । দাম বাড়ালেও যেমন ব্যাবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন। তেমনি , দাম কমালেও । ব্যাবসায়ীরা থাকেন উভয় সংকটে । আগামী বাজেটে পুরাতন গাড়ি ৫ বছর থেকে নামিয়ে ৩ বছর করার পায়তারা করা হচ্ছে বলে নির্ভরযোগ্য খবর পাওয়া গেছে , এমনটি করা হলে আমরা আমদানী কারক্রা যেভাবে ক্ষতিগ্রস্ত হবো তেমনই আপনারা রপ্তানি কারকরাও । বারভিডা এ নিয়ে কাজ করছে , আপনাদের সহযোগিতা প্রয়োজন ।

হাবিব উল্লাহ ডন প্রবাসী পুরাতন গাড়ী রপ্তানিকারক গাড়ী ব্যাবসায়ীদের কাছে ৭০ থেকে ৮০ হাজার মাইল এর বেশী ব্যাবিহৃত গাড়ী বাংলাদেশে না পাঠানোর অনুরোধ জানান ।

জাপান প্রবাসী পুরাতন গাড়ী ব্যাবসায়ী এবং বারভিডা এরপর ব্যবসা সংক্রান্ত এক মতবিনিময় সভায় মিলিত হন ।

অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে নৈশভোজ সমাপ্ত হয়।
  
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]