টোকিও'তে বাংলাদেশ দূতাবাসের ৪৭তম স্বাধীনতা দিবস পালন
কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ২৯, ২০১৮ ।।
টোকিও'তে বাংলাদেশ দূতাবাস স্বাধীনতার ৪৭তম বার্ষিকী উদযাপন করেছে। দিনব্যাপী
অনুষ্ঠানমালা তিন ভাগে বিভক্ত ছিলো।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের প্রথম অংশের কার্যক্রম শুরু হয়। এরপর
শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, বিশেষ মোনাজাত ও মাননীয় রাষ্ট্রপতি,
মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বানী পাঠ করা হয়।
রাষ্ট্রদূতের পক্ষ থেকে দুপুরে হোটেল ওকুরা'য় এক অভ্যার্থনা অনুষ্ঠানের আয়োজন
করা হয়। এ সময়ে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র
প্রতিমন্ত্রী কাজুইউকি নাকানে, বিশেষ অতিথি ছিলেন জাপান-বাংলাদেশ পার্লামেন্টারী
ফ্রেন্ডশিপ লীগের মহাসচিব এবং উচ্চকক্ষের সদস্য জনাব ইচিরো ৎসুকাদা। ডেপুটি
প্রধানমন্ত্রী, জাপান সরকারের অর্থমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারী
ফ্রেন্ডশিপ লীগের চেয়ারম্যান তারো আসো এ উপলক্ষ্যে একটি বিশেষ বার্তা প্রেরণ
করেন।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়নশীল দেশ গুলোর তালিকায়
উঠে আসার বিষয়টিকে তুলে ধরেন।
প্রধান অতিথি কাজুইউকি নাকানে জাপান-বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব এবং
বাংলাদেশের উন্নয়নে জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষ্যে জাপান নিউজ এবং দ্য জাপান টাইমস, জাপানের দুটি প্রধান জাতীয়
ইংরেজি দৈনিক যথাক্রমে দুই পূর্ণ পৃষ্ঠা এবং দুই আড়াই পৃষ্ঠার বিশেষ ক্রোড়পত্র
প্রকাশ করেছে।
সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু মিলানয়তনে প্রবাসীদের জন্যে একটি বিশেষ
অনুষ্ঠানের আয়োজন করে।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |