প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপান প্রবাসী নারীদের সহযোগিতায় কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নির্মিত বাড়ী ও কম্বল বিতরণ
 


কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ২২, ২০১৮ ।।

গত বছর দেশব্যাপী প্রলয়ংকারী বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরের জনপদ কুড়িগ্রাম -বন্যায় ঘড় হারানো, দূর্গত পাঁচ জন অসহায় নারীর পাশে মানবতার হাত বাড়ালেন জাপান প্রবাসী নারীদের সংগঠন “বাংলাদেশ উইম্যান এ্যাসোসিয়েশন-জাপান” ।

জাপান প্রবাসীদের সহযোগিতায় কুড়িগ্রামে ধরলা নদী অববাহিকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নির্মিত বাড়ি ও কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারী ২০১৮) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গার কুড়ারপাড় এলাকায় বন্যায় গৃহহীন পরিবারকে বাড়ির চাবি ও কম্বল তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ জাফর আলী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুপ্রক কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সামিউল হক নান্টু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক অলক সরকার, ফজলে ইলাহী স্বপন, আহসান হাবীব নিলু, লাইলী বেগম, ইউসুফ আলমগীর, জাহিদুল ইসলাম, আতাউর রহমান বিপ্লব প্রমূখ।

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন ৫টি পরিবারকে নির্মিত বাড়ি হস্তান্তর করা সহ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গত বছর নভেম্বর মাসে জাপানের টোকিওতে আয়োজিত চ্যারিটি বাজারে সংগৃহীত অর্থ দিয়ে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে নির্মিত বাড়ী হস্তান্তর করা হয়েছে। বাড়ী নির্মাণের সার্বিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রামের সাংবাদিক লাইলী বেগম এবং বিষয়টি সমন্বয় করেন জাপান প্রবাসী সাংবাদিক কাজী ইনসানুল হক।

গৃহায়ন ১-২-৩-৪-৫ প্রাপ্ত এ পাঁচজনই গৃহহীন ছিলেন, তার মধ্যে একজন শারিরীক প্রতিবন্ধী।প্রাথমিক ভাবে ৫জনকে গৃহদান সম্পন্ন করার জন্য বাংলাদেশ উইমেন এসোসিয়েশন জাপানের উপদেষ্টা মুনশী রোকেয়া সুলতানা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।সংগঠনের প্রধান উপদেষ্টা জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস রাবাব ফাতিমা দেশের অসহায় জনগনের প্রতি প্রবাসী নারীদের এই মানবিক উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। সহ সভানেত্রী রূমানা রউফ সোমা বলেন চ্যারিটি বাজারে যারা এসেছেন তারা সবাই বন্যাদূর্গতদের সহায়তা করবেন বলেই চ্যারিটিতে আসেন, সবার সহযোগিতায় এই অর্থ সংগ্রহ সম্ভব হয়েছে।

সভানেত্রী জেসমিন সূলতানা কাকলীএসোসিয়েসনের কার্যকরী পরিষদের সবার ঐকান্তিক সহযোগিতায় আগামীতেও দেশের নারী সমাজের কল্যানে সহযেগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন। সাধারন সম্পাদক সূবর্না নন্দী, যুগ্মসম্পাদক আসমা আক্তার বহ্নি, কোষাধক্ষ সালমান আক্তার লাকী ও দফতর সম্পাদক পারভিন তানিয়া চ্যারিটি বাজার ও গৃহায়ন কার্যক্রমে কমিউনিটির নেত্রীবৃন্দ, ব্যাবসায়ী সম্প্রদায়, বাংলাদেশ দূতাবাস, কুড়িগ্রামের জেলা প্রশাসক ও কুড়িগ্রামের নারী সাংবাদিক লাইলী বেগমের প্রতি কৃতজ্ঞতা জানান।

গত বছর জাপান প্রবাসী নারীদের প্রতিষ্ঠিত এই সংগঠনটি স্বল্প সময়ে সফল চ্যারিটি বাজার ও বন্যাদূর্গতদের গৃহায়ন প্রকল্প সম্পন্ন করে ইতিমধ্যেই জাপান প্রবাসীদের দৃষ্টি কেড়েছে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]