প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপান প্রবাসীদের বিজয় দিবস পালন

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ২৫, ২০১৭ ।।

প্রতিবারের মতো এবারও বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব বাংলাদেশ ইন জাপান এর ব্যানারে জাপান প্রবাসিরা বিজয়ের ৪৭তম দিবস উদযাপন করেছে যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ।

বিজয় দিবস পালন উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব বাংলাদেশ ইন জাপান এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ।

টোকিওর কিতা সিটি আকাবানে বুনকা সেন্টার এ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার প্রতিনিধিত্ব করেন দুতালয় প্রধান , প্রথম সচিব মোহাম্মদ যোবায়েদ হোসেন । বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন জাপান প্রবাসি মুক্তিযোদ্ধ্বা শ্রী অজিত কুমার বড়ুয়া । এছাড়াও দুতাবাসের প্রথম সচিব ( শ্রম ) মোঃ জাকির হোসেন , বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও আঞ্চলিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী দলমত নির্বিশেষে উপস্থিত থেকে বিজয়ের এই আনন্দ উৎসবে মেতে ওঠেন।
 


বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব বাংলাদেশ ইন জাপানের সভাপতি ডঃ এ,বি,এম, রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কামরুল আহসান জুয়েল এর পরিচালনায় এ সময় মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব বাংলাদেশ ইন জাপানের উপদেষ্টা সুখেন ব্রহ্ম ।

অনুষ্ঠানের শুরুতেই শিল্পী হোসাইন মুনীরের শৈল্পিক ও নিপুণ কারুকার্যে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধ মোঃ যোবায়েদ হোসেন এর নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সেনানীদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর ১৯৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনে অংশ নেয়া বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

মুক্তিযুদ্ধ্বের স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন , কাজী ইনসানুল হক , টি,এম নাহিদ , কাজী আসগর আহমেদ সানী , শরাফুল ইসলাম , হুসাইন মুনীর , মোঃ জাকির হোসেন , শেখ ওয়াজির আহমেদ , আব্দুর রহমান , কাজী মাহফুজুল হক লাল , সালেহ মোঃ আরিফ , সুখেন ব্রহ্ম , শ্রী অজিত কুমার বড়ুয়া , মোঃ যোবায়েদ হোসেন , ডঃ এ,বি,এম রফিকুল ইসলাম প্রমুখ ।

বক্তব্য পর্ব শেষে প্রবাসী কল্যান সমিতির ব্যাবস্থাপনায় এবং সাধ্বী আহমেদ এর পরিচালনায় শিশুকিশোর রা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।

কবি শামসুর রাহমানের 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' কবিতাটি আবৃতি করেন ডাঃ তাজবীর আহমেদ ।

সব শেষে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান বিজয়ের সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেন । এবছর উত্তরণ এর শিল্পীদের সংগীত পরিবেশনা দর্শক শ্রোতারা উপভোগ করেন ।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল জাপান প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ।
  
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]