প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাপানে বিজয় দিবস পালিত

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১৭, ২০১৭ ।।

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে জাপানে বাংলাদেশ দূতাবাস ।

'মহান বিজয় দিবস-২০১৭' যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার জন্য বাংলাদেশ দূতাবাস, টোকিও এক অনুষ্ঠানমালার আয়োজন করে।

অনুষ্ঠানমালার প্রথম পর্ব হিসেবে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন, মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী জাতীয় বীর সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও বাংলাদেশের উত্তরোত্তর সুখ, সমৃদ্ধি ও সংহতি কামনা করে বিশেষ মোনাজাত, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় প্রদত্ত বাণী সমূহ পাঠ ।

সকাল ৯টায় দুতাবাস প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা । এসময় সমবেত্কন্ঠে সকলে জাতীয় সংগীত পরিবেশন করেন ।

এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী জাতীয় বীর সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও বাংলাদেশের উত্তরোত্তর সুখ, সমৃদ্ধি ও সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

বাইরের আনুষ্ঠানিকতা শেষ হলে দূতাবাস মিলনায়তনে 'মহান বিজয় দিবস-২০১৭' উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী সমূহ পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাস ইকোনমিক মিনিস্টার ড. সাহিদা আক্তার, কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ, পলিটিক্যাল কাউন্সিলর ড. জিয়াউল আবেদীন এবং প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন।

শীতের সকালের আয়োজনে আওয়ামীলীগের পরীক্ষিত নেতাদের ছাড়া আর কারো দেখা মিলেনি । যদিও দ্বিতীয় পর্ব অর্থাৎ রেসিপশন পর্বে তাদের সরব উপস্থিতি ছিল চোখে পরার মতো ।

দ্বিতীয় পর্বে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত রাবাব ফাতিমা । বাংলাদেশের পরম বন্ধু জাপানী সুহৃদগন এসময় উপস্থিত ছিলেন ।

রাষ্ট্রদূত এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দ্বিতীয় পর্বের সুচনা করা হয় । এরপর জাপানী অতিথিদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাপান ইন্টারন্যাশনাল কো-পেরেশন এজেন্সী ( জাইকা )'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইরিগাকি হিদেতোশি ও বাংলাদেশে জাপানের প্রাক্তন রাস্ট্রদুত হোরিগুচি মাৎসুশিরো ।

এছাড়াও জাপান শাখা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিজয় দিবসের তাৎপর্যে বক্তব্য রাখেন । এরপর স্থানীয় দু'টি সাংস্কৃতিক সংগঠন কে জাপানে বাংলা সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার জন্য এম্বাসেডর এওয়ার্ড প্রদান করা হয় ।

এম্বাসেডর এওয়ার্ড প্রাপ্তির অনুভুতি জানিয়ে উত্তরণ এবং স্বরলিপি'র পক্ষে বক্তব্য রাখেন উত্তরণ ম্যানেজার শরাফুল ইসলাম এবং স্বরলিপি'র অধ্যক্ষ এমডি নাসিরুল হাকিম ।

এরপর টোকিও বিদেশী ভাষা চর্চা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের শিক্ষার্থীরা বাংলা গান পরিবেশন করেন । জাপানীদের কন্ঠে দেশাত্ববোধক বাংলাগান 'ধন ধান্যে পুস্পে ভরা' গানটি অত্যন্ত শ্রুতি মধুর ছিল । তারা অতিথীদের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে ।

কামরুল আহসান জুয়েল এবং তনুশ্রী গোলদার এর কণ্ঠে কবিতা আবৃতি ও শ্রোতা হৃদয় স্পর্শ করেছে ।

এরপর স্থানীয় উত্তরন ও স্বরলিপি গান পরিবেশন করে ।

সবশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

মহান বিজয় দিবস ২০১৭ দুতাবাসের আয়োজনে বিএনপি জাপান শাখা অংশ গ্রহন করতে চাইলে দুতাবাস প্রবেশ দ্বারে তাদের বাধা দেওয়া হয় । বাধা পেয়ে জাপান বিএনপি'র সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা কারন জানতে চাইলে উপরের নিষেধ আছে বলে জানানো হয় । বাধা পেয়ে রেজা'র নেতৃত্বে বিএনপি দুতাবাস ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন । এসময় উভয় পক্ষ জাপান পুলিশ ডাকলে পুলিশের কাছে বিএনপি তাদের অবস্থানের কারন ব্যাখ্যা করলে পুলিশ শান্তিপূর্ণ অবস্থান শেষ হওয়া পর্যন্ত সহায়তা করে । এসময় বিএনপি নেতা কর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা , খালেদা জিয়ার ছবি শোভা পায় । আমন্ত্রিত জাপানী অতিথিরা তা পর্যবেক্ষণ করেন ।

  

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]