প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটি'র ( এপিএফএস ) ৩০ বর্ষপূর্তি উদযাপন

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১৬, ২০১৭ ।।

জাপানে প্রবাসীদের অত্যন্ত আপন এবং প্রিয় সংগঠন এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটি'র (এপিএফএস )এর ৩০ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে । ৩০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এবং স্মরণ করে রাখার জন্য এক পার্টির আয়োজন করা হয়েছিল । টোকিওর ইতাবাশি সিটি ,অইয়ামা 'পদ্মা' রেস্টুরেন্ট জাঁকজমকপূর্ণ এ পার্টিতে এশিয়ান দেশ গুলোর অভিবাসী ছাড়াও অন্যান্য মহাদেশের অভিবাসীদের যোগদানে শেষ পর্যন্ত আর এশিয়ানদের মধ্যে সীমাবদ্ধ্ব থাকেনি , জাপানের মাটিতে বিশ্ব অভিবাসীদের মিলন মেলা ।

জাপানের বাবল ইকনমি সময়ে জাপানে বসবাসরত অভিবাসীদের বিভিন্ন সমস্যায় দেবদূতের মতো আবির্ভাব ঘটেছিল এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটি'র ( এপিএফএস )।


অভিবাসীদের বিভিন্ন সমস্যায় সংগঠনটি নিরলস কাজ করে চলেছে সংগঠনটি । বিশেষ করে ভিসাহীনদের ভিসা প্রাপ্তিতে , কর্মক্ষেত্রে বৈষম্যতার শিকার হলে এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটি সবচেয়ে আগে এগিয়ে এসেছে । আর এই কাজ গুলো করার ক্ষেত্রে সবচেয়ে আগে যার নামটি শ্রদ্ধ্বার সাথে চলে আসে তিনি হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি কাতসুও ইয়শিনারি।

এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটি'র ( এপিএফএস )এর শুরুটা হয়েছিল মুলত কিছু সংখ্যক বাংলাদেশী এবং ফিলিপিনোদের নিয়ে । তবে , বাংলাদেশীদের অংশ গ্রহন , অবদান এবং নেতৃত্ব সব সময় ই প্রাধান্য পেয়েছে যা এখনো বলবত রয়েছে । কাতসুও ইয়শিনারি তা সব সময় গর্বের সাথেই স্বীকার করেন ।
 


৩০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত পার্টিতে স্বাগতিক বক্তব্যে বর্তমান সভাপতি মায়ুমি ইয়শিদা এপিএফএস এর সার্বিক তথ্য বিস্তারিত তুলে ধরেন । এরপর আগত অতিথিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাপান সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ।

শুভেচ্ছা বক্তব্য প্রদান শেষ হলে এপিএফ এস এর সুচনালগ্ন থেকে জড়িত বর্তমানে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যাবসায়ী এমডি, এস, ইসলাম নান্নু উল্লাসধ্বনির (চিয়ার্স) মাধ্যমে পার্টির শুভ সুচনা ঘোষণা করেন।

৩০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত পার্টিতে এক শুভেচ্ছা বক্তব্যে ইয়শিনারি বলেন , ১৯৮৭ সালে প্রতিষ্ঠা পাওয়া এপিএফএস তার নিজস্বতা আজও বজায় রেখেছে । আপনাদের সহযোগিতা পেলে ভবিতসতেও তা অক্ষুন্ন রাখার আশা রাখি ।

অনুষ্ঠানে এপিএফএস নিকট কৃতজ্ঞ এমন বেশ কয়েকজন স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন ।

সবশেষে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ সঙ্গীত পরিবেশন করে ।

উল্লেখ্য , এপিএফএস প্রতিষ্ঠা পাওয়ার পরবর্তী বছরেই উত্তরণ প্রতিষ্ঠা পায় । সংগঠন দুইটি একে অপরের সাথে বেশ সখ্যতার সাথেই জড়িত রয়েছে ।
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]