প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

উত্তরণের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ৫, ২০১৭ ।।

টোকিওতে সাড়ম্বরে পালিত হয়েছে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ , জাপান এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ।

২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কে স্মরণীয় করে রাখার জন্য এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । ৩ ডিসেম্বর ২০১৭ (রোববার ) টোকিওর ইতাবাশি সিটি , ইতাবাসি কুরিতসু বুনকা কাইকান'র শো হল এ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী পালন এ প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসসাইটি'র ( A.P.F.S. ) এর প্রতিষ্ঠাতা কাৎসুও ইয়োশিনারি ।
 


নিয়াজ আহমেদ জুয়েল এর উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজার শরাফুল ইসলাম , কাতসুও ইয়শিনারি , রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং দলনেতা মোহাম্মেদ নাজিম উদ্দিন । শুভেচ্ছা বক্তব্য পর্ব শেষ হলে শুরু হয় মুল আকর্ষণ অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান । সাংস্কৃতিক পর্বকে বাংলা ভাষায় কথা বলার অধিকারের আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুধ্বে অসংখ্য শহীদ এবং মা- বোনদের ইজ্জতের বিনিময়ে পাওয়া সবুজ শ্যামল আবহমান বাংলাদেশের আঙ্গিকে । প্রথমেই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় । শ্রদ্ধা জানানো হয় প্রয়াত গীতিকার নজরুল ইসলাম বাবু , শিল্পী আব্দুল জব্বার , নায়ক রাজ রাজ্জাক, শিল্পী আব্দুর রউফ , শিল্পী আব্দুল বারী সিদ্দিকী এবং সদ্য প্রয়াত মেয়র ( ঢাকা ঊত্তর) আনিসুল হক এর প্রতি । দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় ।

প্রবাস প্রজন্ম সন্মাননা ২০১৫ প্রাপ্ত খ্যাতিমান শিল্পী আব্দুল বারী সিদ্দিকীর সাথে জাপান প্রবাসীদের একটা নিবির সম্পর্ক থাকায় তার প্রতি সন্মান জানিয়ে ইমতিয়াজ আহমেদ কোরেশী বাবু আব্দুল বারী সিদ্দিকী র জনপ্রিয় সঙ্গীত 'শোয়া চান পাখি'বাঁশীতে সুর তোলেন ।

রকস্টার খ্যাত শিশুশিল্পী তাহসিন ইসলাম শব্দ আইয়ুব বাচ্চুর 'এক আকাশের তারা তুই , একা গুনিস নে' গানটি দর্শকদের মন ভরিয়ে দিতে সক্ষম হয় । ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও শব্দ জেমস এর গান গেয়ে দর্শক মাতিয়েছিল । প্রথমবারের মতো পারফর্ম করে রিভু দত্ত জাপানিজ গান 'সেকাইনি হিতোতসু দাকেনো হানা'দর্শক হৃদয় জয় করে নেয় । এছাড়াও শিশু শিল্পী নাসরা ও শ্রেয়ার নৃত্য দর্শক উপভোগ করেন ।

উত্তরণের প্রতিষ্ঠিত শিল্পীরা বরাবরের মতো এবার ও ভাল করেন । অনেকদিন পর তুলির গান দর্শক শুনতে পেয়েছে । আবার জেরম গোমেজ এর গান শুনা থেকে দর্শক বঞ্চিত হয়েছে ঠাণ্ডা জনিত কারনে ।

এবার নাটক দেখা থেকে দর্শক বঞ্চিত হয়েছেন । যদিও প্রকাশিত ম্যাগাজিন এ নাটকটি বিস্তারিত উল্লেখ ছিল । এবছর নাটক যে মঞ্চস্থ হবে সেই ব্যাপারে কোন ঘোষণা বা দুঃখ প্রকাশ ও করা হয় নি , তাই শেষ টা যেনো শেষ না হয়েই শেষ হয়ে গেল ।

সব শেষে দলীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী'র সমাপ্তি হয় । এসময় বিভিন্ন সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নিয়াজ আহমেদ জুয়েল ও মৌটুসি দত্ত।
  

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]