|
বাংলাদেশী চিত্রশিল্পীদের জাপান জয়
কমিউনিটি রিপোর্ট ।।
অক্টোবর ২, ২০১৭ ।।
আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় অংশ নিয়ে এবারও বাংলাদেশী
চিত্রশিল্পীদের জয় জয়কার হয়েছে । গতবছর একই প্রতিযোগিতায় অংশ নিয়ে যেখানে
দু'জন শিল্পী পুরস্কার পেয়েছিলেন , সেখানে এবছর ৪ জন চিত্র শিল্পী পুরস্কারে
ভূষিত হয়েছেন । এরা হচ্ছেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)
এর চারুকলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর সাহজাহান আহমেদ বিকাশ , মোঃ ফজলুর
রহমান ভুটান ,আব্দুস শাকুর শাহ এবং তরুন চিত্রশিল্পী মোঃ সোলায়মান হোসেন
টোকিওর মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামের সিটিজেন গ্যালারিতে সপ্তাহব্যাপী (২৮
সেপ্টেম্বর
২০১৭ থেকে শুরু হয়ে ৫ অক্টোবর
২০১৭ পর্যন্ত উন্মুক্ত থাকবে
দর্শনার্থীদের জন্য ) বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিমান চিত্রশিল্পীদের
বিভিন্ন চিত্রকর্ম স্থান পায়। প্রদর্শনীতে বড়দের চিত্রকর্মের পাশাপাশি ৯ টি
দেশের শিশু শিল্পীদের মোট ১৯০ টি চিত্রকর্ম স্থান পায় । দেশগুলি হচ্ছে ,
মিয়ানমার , কোরিয়া , নেপাল , বাংলাদেশ , মঙ্গোলিয়া , জাপান , চীন ,
ভিয়েতনাম এবং উত্তর কোরিয়া । শিশুদের বিভাগে পুরস্কার প্রদানের নিয়ম না
থাকায় বিশেষ কাউকে কিংবা কোনো দেশকে পুরস্কৃত ঘোষণা করা হয়নি। দক্ষিণ-পূর্ব
এশিয়ায় বেশ কয়েকটি দেশের খুদে চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান
পেলেও বাংলাদেশি খুদে চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রশংসিত হয়।
শিন কিওকু বি তেন এর এবারের আয়োজনটি ছিল ২৩তম । ২১তম আয়োজন পর্যন্ত কেবল
মাত্র জাপানীজ দের জন্য সীমাবদ্ধ থাকলেও গত বছর থেকে তা এশিয়ান দেশগুলির
মধ্যে ছড়িয়ে দেওয়া হয় ।
এই উপলক্ষে টোকিও মেট্রোপলিটান আর্ট মিউজিয়ামে এক পুরস্কার বিতরনী
অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে বিভিন্ন দেশের কুনীতিকদের পাশাপাশি
বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার ডঃ সাহিদা আক্তার এবং দ্বিতীয় সচিব
মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন । ডঃ সাহিদা আক্তার অনুষ্ঠানে বক্তব্য রাখেন
। এছাড়াও অতিথীদের পক্ষ থেকে বাংলাদেশের রাহমান মনি বক্তব্য রাখেন ।
বক্তব্য দেওয়া ছাড়াও রাহমান মনি বাংলাদেশী চিত্রশিল্পীদের পক্ষে পুরস্কার
গ্রহন করেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|