জাপানে তৃতীয়বারের মতো আয়োজিত হলো বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব
কমিউনিটি রিপোর্ট ।।
সেপ্টেম্বর ২০, ২০১৭ ।।
জাপানে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হয়েছে বহুদেশীয় এবং বহুমাত্রিক সাংস্কৃতিক
উৎসব । গ্লোবাল পিস ফাউন্ডেশন অব জাপান – এর আয়োজনে এবারের আয়োজনটির নাম
দেওয়া হয়েছিল মাল্টিকালচার ওয়ান ফ্যামিলি ফেস্টিভ্যাল ২০১৭ ।
১৮ সেপ্টেম্বর টোকিওর শিল্প নগরী খ্যাত ওটা সিটি ইন্ডাস্ট্রিয়াল প্লাজা'র
কনভেনশন হল এ আয়োজিত ফেস্টিভ্যাল টির থিম স্লোগান ছিল "বর্ডার লেস' অর্থাৎ
সীমানা বিহীন '। সীমানা বিহীন বলতে মানুষের দেশ , রং , ভাষা ভিন্ন হলেও
সংস্কৃতির নির্দিষ্ট কোন সীমা পরিসীমা নেই । সবার উপর আমরা মানুষ কেই বুঝানো
হয়েছে ।
বিশ্বজিৎ দত্ত বাপ্পা , ইয়ুরি মারিকো এবং আয়াকা ইয়ামাশিরো'র যৌথ পরিচালনায়
দিনব্যাপি ফেস্টিভ্যাল টি জাপানে বসবাসকারী বিদেশীদের মিলন মেলায় পরিনত হয়
।
অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি বাংলাদেশ দুতাবাশের দ্বিতীয় সচিব মোঃ
বেলাল হোসেন উপস্থিত থেকে ফেস্টিভ্যাল উপভোগ সহ বাংলাদেশীদের উৎসাহ দেন
সাপ্তাহিক জাপান প্রতিনিধি রাহমান মনি এই ফেস্টিভ্যাল এর ভাইস চেয়ার এর
দায়িত্বে রয়েছেন এবার ও । তানিয়া ইসলাম মিথুন এর পরিচালনায় শব্দালঙ্কার নামে
বাংলাদেশী একটি স্টল ও ছিল । এছাড়া স্বরলিপির কালচারাল একাডেমীর একঝাক খুদে
শিক্ষার্থী এবার ও জাপানের মাটিতে বাংলাদেশী সংস্কৃতিকে উপস্থাপন করে
মাল্টিকালচার ওয়ান ফ্যামিলি ফেস্টিভ্যাল ২০১৭ এর প্রেসিডেন্ট কাযুহিরো হানদা
স্বাগতিক ও শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে ফেস্টিভ্যাল এর আনুষ্ঠানিক
উদ্বোধনের ঘোষণা দেন । সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর
নোয়েমি ইনুউয়ে , অভিনেত্রী কোবাইয়াশি কেইকো ।
ভাইস চেয়ার রাহমান মনি সকলকে ধন্যবাদ জানিয়ে আবার দেখা হবে ২০১৮ তে কামনা
করে দিন ব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |