|
স্বদেশে বানভাসিদের পাশে দাঁড়ানোর জন্য জাপান প্রবাসীদের উদ্যোগ গ্রহন
কমিউনিটি রিপোর্ট ।।
সেপ্টেম্বর ১২, ২০১৭ ।।
প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোন প্রয়োজনেই প্রিয় স্বদেশের তরে জাপান প্রবাসী
বাংলাদেশ কমিউনিটি নিঃশব্দে নীরবে এগিয়ে থাকে । ২০১৭ বন্যা মোকাবেলার ক্ষেত্রেও
তার ব্যাতিক্রম নয় ।
প্রিয় স্বদেশে অসংখ্য বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাপান প্রবাসী
বাংলাদেশ কমিউনিটি এক উদ্যোগ নিয়েছে। তার ই প্রাক প্রস্তুতি সভা গত ২০ আগস্ট,
২৭ আগস্ট এবং ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে টোকিওর কিতা সিটিতে ।
সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দদের মধ্যে মুনশী কে, আজাদ , সালেহ মোঃ আরিফ , কাজী
ইনসানুল হক , সুখেন ব্রম্ম , মীর রেজাউল করিম রেজা , শরাফুল ইসলাম ,কামরুল
আহসান জুয়েল , রাহমান মনি , মোফাজ্জল হোসেন , কামাল উদ্দিন টুলু , হাসিনা বেগম
রেখা , বিমান কুমার পোদ্দার , ববিতা পোদ্দার , সাইফুর রহমান লিটন , আব্দুল
কুদ্দুস , সিদ্দিকুর রহমান , শাহীন চৌধুরী , মিজানুর রহমান , আশরাফুল ইসলাম শেলি
, মোঃ হারুন মোল্লা , ফখরুল ইসলাম , সুনীল রায় , তপন ঘোষ , কাজী আজগর আহমেদ ,
মোল্লা মোঃ দেলোয়ার , হক এমডি ইমদাদুল , এ,জেড,এম জালাল ,খন্দকার আসলাম হিরা পপি
ঘোষ প্রমুখ বক্তব্য রেখে তাদের মুল্যবান মতামত ব্যাক্ত করেন । উপস্থিত ছিলেন
দুতাবাসের দ্বিতীয় সচিব মোঃ বেলাল হোসেন
সভার সিদ্ধ্বান্ত মোতাবেক তহবিল সংগ্রহ করার নিমিত্তে কনসার্ট আয়োজন সহ ,
বিভিন্ন আয়োজনে এবং বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিগত ভাবেও অর্থ সংগ্রহ করার
প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হয় । এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ জাপান থেকে
পরিচালিত বিভিন্ন পোর্টাল সমূহ , সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তরজালের মাধ্যমে
জানান দেওয়া হবে বলে কমিউনিটির পক্ষ থেকে জানানো হয় ।
১০ সেপ্টেম্বর আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন পপি ঘোষ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|