প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

কানাগাওয়া'তে ঈদ-আনন্দ

 

 

নদী সিনা ।। সেপ্টেম্বর ৪, ২০১৭ ।।

জাপানে ঈদ উল আযহার পরদিন শনিবার ৩ সেপ্টেম্বর কানাগাওয়া প্রিফেকচারের স্থানীয় একটি রেস্টুরেন্ট তাজ'এ আয়োজন করা হয়েছিলো ঈদ পুনর্মিলনী।

সপ্তাহান্তে জাপানের বিভিন্ন স্থানেই আয়োজন করা হয়েছে এ ধরনের বেশ কিছু ঈদ পার্টির। কানাগাওয়া অঞ্চলের প্রবাসী ভাবীদের উদ্যোগে আয়োজিত এই ঈদ পুনর্মিলনীর বেশ চমৎকার ঐতিহ্য রয়েছে। ভাবীরাই হচ্ছেন এই পার্টির প্রাণ, আয়োজন থেকে শুরু করে প্রায় সবকিছুর ব্যবস্থাপনা তারাই করে থাকেন। ভাইরা তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
 


এবারও তার ব্যাতিক্রম কিছু হয়নি। ভারীরা প্রত্যেকেই নিজেদের মতো করে একটি বা তার বেশি খাবার রান্না করে আনেন। টেবিল জুড়ে ভরে যায় বাংলাদেশের হরেক রকম ঐতিহ্যবাহী খাবারে। সব সময়ে সবার পক্ষে সবার বাড়িতে দেশের মতো করে হয়তো যাওয়া সম্ভব হয়ে ওঠেনা, কিন্তু এ ভাবে প্রত্যেকেই এ-বাড়ি ও-বাড়ির নানান খাবারে নিজেদের রসনাকে পরিতৃপ্ত করতে পারেন।
 


ভাবীরা যেমন এ দিন ব্যতিব্যস্ত ছিলেন খাবার রান্না ও চমৎকার করে তা টেবিলে পরিবেশনায়, তেমনি প্রবাসী ভাইরাও মেতে ওঠেন ভরপুর আড্ডায়। শিশুরা ছিলো আরেক কাঠি বেশি, তারা তুমুল আনন্দে সব কিছু প্রকম্পিত করে তোলে।

সকল উপদ্রব সহ্য করে চমৎকার একটি দিন উপহার দেন রেস্টুরেন্টের কর্ণধার জনাব আল আমিন এবং তার স্ত্রী জোৎস্না আমিন। এ ছাড়াও আয়োজকদের ভূমিকা ছিলো এখানে অনস্বীকার্য।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]