প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখার জাতীয় শোক দিবস পালন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট ৯, ২০১৭ ।।

আগস্ট মাস শোকের মাস । বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি মানুষের হৃদয় এই আগস্ট মাস এলেই ডুকরে কাঁদে । আগস্ট মাসের প্রতিটি দিনেই যেন শোকের কালো ছায়া নেমে আসে ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন কিছু সংখ্যক বিপথগামী সেনাদের হাতে । ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে হত্যার উদ্দেশ্যে করা হয় গ্রেনেড হামলা ।

ভাগ্যক্রমে সেদিন শেখ হাসিনা বেঁচে গেলেও নিবেদিত প্রাণ আইভি রহমান সহ অনেককেই সেদিন প্রাণ দিতে হয় । তাই আগস্ট মাস আসলেই বাঙালি জাতীর হৃদয়ে রক্তক্ষরণ হয় ।

যদিও সম্প্রতি আগস্ট মাস আসলে আওয়ামী নামধারী এবং দলের মধ্যে অনুপ্রবেশকারী কিছু সংখ্যক স্বার্থান্বেষী বঙ্গবন্ধুর ছোট ছবি এক কোণায় রেখে নিজেদের হাস্যজ্জল ছবি পোস্টার আকারে ছেপে শ্রদ্ধাঞ্জলি হিসেবে প্রচার করে থাকে । এতে করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার মাত্রা বিন্দু পরিমান না জানালেও নিজেদের আত্ম প্রচারের কাজটা ঠিক – ই সেরে নেন তারা ।

চেনা ব্রাম্মনের যেমন পৈতার দরকার হয়না । তেমনি বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসীদের ও নোংরা আত্ম প্রচারের প্রয়োজন হয়না । জাপানে একটি হল পেতে হলে অনেক বিড়ম্বনায় পড়তে হয় ।

রোববার ছাড়া প্রবাসীদের জড়ো করানোটাও বেশ কষ্টসাধ্য । আবার রোববার প্রবাসীদের একাধিক আয়োজন থাকে বিধায় নিকটতম রোববার কে বেছে নিতে হয় যে আয়োজনকে ঘিরে, জাতীয় শোক দিবস ২০১৭ আয়োজনে তেমনি নিকটতম একটি রোববারকেই বেছে নিতে হয়েছে। ৬ আগস্ট রোববার জাতীয় শোক দিবস ২০১৭ পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখা কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্জ্ব শুক্কুর মাহমুদ এবং আলহাজ্জ্ব সিরাজুল ইসলাম ।
 

 


তারা উভয়ে শ্রমিকলীগ জাপান শাখার একটি আয়োজনে বর্তমানে জাপান সফর করছেন । জাপান আওয়ামীলীগের সভাপতি সালেহ মোঃ আরিফ-এর সভাপতিত্বে আয়োজিত সভায় এ ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাহফুজুল হক লাল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান । সভাপতি পরিচালনা করেন সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরা ।

সভার শুরুতেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর ১৯৭৫ এর ১৫ আগস্ট, ২০০৪ সালের ২১ আগস্ট সহ স্বাধিকার আন্দোলনে নিহত সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

জাতীয় শোক দিবসের তাৎপর্যে সভায় বক্তব্য রাখেন, সুখেন ব্রহ্ম , কাজী ইনসানুল হক , হুসাইন মুনির , ডাঃ শাহরিয়ার সামি , বি,এম,হারুন , নাজমুল হোসেন রতন , আব্দুর রাজ্জাক ,মোঃ শাহ আলম মোল্লা , মোঃ মাসুদুর রহমান , কাজী মাহফুজুল হক লাল , আলহাজ্জ্ব শুক্কুর মাহমুদ , আলহাজ্জ্ব সিরাজুল ইসলাম, সালেহ মোঃ আরিফ প্রমুখ ।

বক্তারা বলেন , বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ , বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু । ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে বুলেট গুলি বঙ্গবন্ধুর বুকে লেগেছিল তা আসলে পুরো বাংলাদেশেরই বুকে লেগেছিল আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে আমাদেরকে আজ জাপান আসতে হত না । বাংলাদেশ সিংগাপুরের সমতুল্য উন্নত আয়ের দেশে পরিনত হত ।

বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে জাতি অনেক পিছিয়ে গেছে । এ অভাব পুরন হবার নয় । তবে , আশার কথা হচ্ছে , তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ পরিচালনায় দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে । গ্রাম এখন আর গ্রাম নেই । প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে । নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আজ দৃশ্যমান ।

দলের মধ্যে অনুপ্রবেশকারী যারা হাইব্রিড নামে অভিহিত তাদের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন , দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই হাইব্রিডরা দায়ী । এদের চিহ্নিত করে জননেত্রীর কাছে লিস্ট পাঠানো উচিৎ । জাপানেও এদের প্রতিহত করতে হবে তবে, এদের আর হাইব্রিড বলা যাবে না । এরা সুবিধাবাদী । এদের যেখানেই পাওয়া যাবে , সেখানেই প্রতিহত করতে হবে

বক্তারা আরও বলেন , শেখ হাসিনাই আমাদের শেষ ভরসা । তাই বারবার শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে হবে । এখন থেকেই নির্বাচনী প্রচারে নামতে হবে । শেখ হাসিনা সরকারের উন্নয়নের জোয়ার জনগনের সামনে তুলে ধরতে হবে। 
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]