|
এন আর বি জাপানের উদ্যোগে মোহাম্মদ মনির হোসেন কর্নেল স্মরনে শোকসভা ও দোয়া
মাহফিল
কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট ১, ২০১৭ ।।
এন.আর.বি, জাপান'র সাংস্কৃতিক ও আর্ট সম্পাদক মনির হোসাইন কর্নেল এর রুহের
মাগফেরাত কামনায় গত ৩০শে জুলাই রবিবার টোকিও এর আকাবানে বিভিও হলে এন আর বি
জাপানের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন দল মত নির্বিশেষে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও জাপানি নাগরিক।
মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনার মাধ্যমে
এন .আর .বি জাপানের সভাপতি মোহাম্মদ শহিদুর রহমান খান হিরো শোকসভার সূচনা করেন।
বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব যোবায়েদ হোসেন মরহুম সম্পর্কে স্মৃতিচারণ করেন।
শোকসভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন এন আর বি জাপানের সাধারন সম্পাদক মীর
মোহাম্মদ মহসিন।
শোকসভায় আরো বক্তব্য রাখেন কাজী মাহাফুজুল হক লাল, সামসুল আলাম ভুট্টু, নুর আলম
এ আলী, শেখ আলিমুজ্জামান, বি এম শাহাজাহান, সুখেন ব্রম্ম, ওয়াহিদ মোল্লা , কাজী
ইনসান , মনি এমদাদ, মোহাম্মদ হারুনুর রশিদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছালেহ মোঃ আরিফ, খন্দকার আসলাম হীরা, মীর রেজাউল
করিম রেজা, কাজী এনামুল হক, মোফাজ্জল হোসেন, আলমগীর হোসেন মিঠু, সনত বড়ুয়া,
মাসুদুর রহমান, এ বি এম রফিকুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মৌলানা
মোহাম্মদ আবু ছালেক।
দোয়া মাহফিল শেষে এন আর বি জাপানের পক্ষ হতে তবারুক এর আয়োজন করা হয় ।
শোকসভা ও দোয়া মাহফিলের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন এন আর বি জাপানের
সহ-সভাপতি নাবিউল্লা আসিফ।
উল্লেখ্য, যে গত ১৫ই জুন,২০১৭ রোজ বৃহস্পতিবার এন.আর.বি, জাপানের সাংস্কৃতিক ও
আর্ট সম্পাদক মনির হোসাইন কর্নেল মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই
সন্তান রেখে গেছেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|