প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপান আয়োজিত ইফতার মাহফিল
 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ১৯, ২০১৭ ।।

জাপানস্ত মুন্সিগঞ্জ – বিক্রমপুর সোসাইটির যে কোন আয়োজন মানেই প্রবাসীদের মধ্যে এক উৎসবের আমেজ বিরাজ করে । এইবার ও তার ব্যাতিক্রম হবার কথা ছিলনা । কিন্তু এবছর তেমন কোন লক্ষ্মণ পরিলক্ষিত হয়নি প্রবাসীদের মধ্যে ।

আয়োজকদের মধ্যেতো নয়-ই, কোথায় যেন শুন্যতা , কোথাও যেন বিষাদের ভাব এর অন্যতম কারন ছিল মাত্র কয়েক দিন আগে গত ১৫ জুন সংগঠনের অন্যতম নিবেদিত কর্মী মোঃ মনির হোসেন কর্নেল সবার সাথে সম্পর্ক ছিন্ন করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যাওয়াটা।
 


খাদ্য তালিকাতেও তার প্রভাব পরিলক্ষিত হয়েছে । ২০০৭ সালে মুন্সিগঞ্জ – বিক্রমপুর জাপান প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে প্রতিবছর ইফতার আয়োজনে কর্নেল নিজ হাতে হালিম রান্নাটা নিষ্ঠার সাথে বেশ আন্তরিকতার সাথেই করতেন । এ বছর থেকে আগত অতিথীরা আর কোন দিনই তা উপভোগ করতে পারবেন না।

প্রিয় সহকর্মী বন্ধুকে হারিয়ে আয়োজক সংগঠনের কর্মীরা ও যেন আপনজন হারানোর শোকে মুহ্যমান ছিলেন । কর্নেল ছিলেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ।

বৈরী আবহাওয়া সত্বেও বরাবরের মতো এবার অতিথীদের উপস্থিতির কমতি ছিলনা ।

১৮ জুন টোকিওর ইতাবাশি সিটি অয়ামা বুনকা কাইকান-এ আয়োজিত মুন্সিগঞ্জ- বিক্রমপুর সোসাইটি আয়োজিত ইফতার মাহফিলে দল-মত , জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই অংশ গ্রহন করেন । প্রতি বছরের মতো এবছর ও বিপুল সংখ্যক জাপানীজও রমজানের ইফতার আয়োজনে অংশ নিয়ে থাকেন।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা , দুতাবাস কর্মকর্তাবৃন্দ প্রবাসীদের এ আয়োজনে অংশ নিলে ইফতার মাহফিল আরও বেশী স্বার্থক হয়ে উঠে । রাষ্ট্রদূতকে কাছে পেয়ে প্রবাসীরা আবেগে আপ্লুত হয়ে উঠেন । পবিত্র রমজানের গুরুত্ব এবং মাহাত্ম নিয়ে কোরআনের আলোকে ইফতার পূর্ব ধর্মীয় বয়ান দেন কামাতা মসজিদের ইমাম মোঃ হাবিবুর রহমান খান ।
 


দোয়া প্রার্থনায় প্রবাসিদের সহ দেশ ও দশের মঙ্গল কামনা সহ সদ্য প্রয়াত মোঃ মনির হোসেন কর্নেল এর আত্মার শান্তি কামনা করা সহ পরিবারের প্রতি সমবেদনা জানান হয় । উপদেষ্টা শরাফুল ইসলামের কণ্ঠে মাগরিবের আজানটি খুব- শ্রুতি মধুর ছিল ।

অনেক দিন পর প্রবাসিরা এমন মধুর একটি আজান শুনতে পেয়েছেন । ইফতার শেষে নৈশ ভোজ পূর্ব সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন , সংগঠনের সভাপতি বাদল চাকলাদার , সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম নান্নু , রাষ্ট্রদুত রাবাব ফাতিমা এবং এ,পি,এফ,এস এর প্রতিষ্ঠাতা ইয়শিনারি কাতসুও । এছাড়াও অতিথিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুল আহসান জুয়েল ।
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]