তিলোত্তম
সারাফ নাওয়ার
মন যায় বিরহের বাড়ি
জানবে বলে তিলের ইতিহাস।
ছুটি পায় কবিতার খাতা,মুঠোফোনের পিয়ন
কে কোথায় আছে কার অপেক্ষায়
নেবে না খবর মন তার
বুকের আঁতুরঘরে কাঁচা ব্যথা -- তারও না;
রাতের চোখে রাখবে না চোখ।
এ এক নম্র দুখের কৌতূহল
সুপ্ত কোন পূর্ণিমায় জাগে।
যে পথে নেই কোথাও বাধা
এই ভূগোলে বিপত্তি অচিন।
যৌনদেবতা -- জগৎ-কর্মকার
প্রদক্ষিণরত প্রাজ্ঞদেহে
তিল জানে না সে কোন পুনরাবৃত্তি
বিপ্লবের অধিকারী।
কালের-চক্রে দাঁড়ায় বালিকাতে;
ধরা যায় সামনেই আষাঢ়-শ্রাবণ
জলের শাসক -- তিলবান।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |