|
বাংলা ভিশন এর বার্তা প্রধান এস,কে, মোস্তফা ফিরোজ এর সন্মানে
বি,সি,সি,সি,আই,জে এর নৈশ ভোজ
কমিউনিটি রিপোর্ট ।। মে ২৮, ২০১৭ ।।
জাপান সফররত বাংলা ভিশন এর বার্তা প্রধান এস,কে, মোস্তফা ফিরোজ এর সন্মানে
বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন জাপান ( বি,সি,সি,সি,আই,জে )
এক নৈশ ভোজের আয়োজন করে ।
টোকিওর মিনাতো সিটি , ওদাইবা হিলটন হোটেল এ আয়োজিত নৈশ ভোজে বি,সি,সি,সি,আই,জে
নেতৃবৃন্দ ছাড়া ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ এবং প্রবাসী মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত
ছিলেন ।
নৈশ ভোজের প্রাক্যালে বি,সি,সি,সি,আই,জে পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সহ জাপানে
স্বাগতম জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী এমডি এস ইসলাম নান্নু
, গুল মোহাম্মদ ঠাকুর , আব্দুর রাজ্জাক , মোঃ মঞ্জুর মোরশেদ , মোঃ শাহীন চৌধুরী
, কাজী এনামুল হক , বি,সি,সি,সি,আই,জে সভাপতি বাদল চাকলাদার এবং মিডিয়া
কর্মীদের বক্তব্য রাখেন কাজী ইনসানুল হক ।
সভাপতি বাদল চাকলাদার বলেন,মিডিয়া এমনি একটি শক্তি যা অত্যাধুনিক সমরাস্রের
চেয়েও খুরধার । মিডিয়া ই পারে একটি সমাজ কে বদলে দিতে । একটি তথ্যবহুল সঠিক
সংবাদ যেমন সমাজের কল্যাণ বয়ে আনে , তেমনি একটি ভুল সংবাদ সমাজ ধ্বংসের অন্যতম
কারন হতে পারে । এই প্রবাস থেকে ও অনেক ভুল নিউজ মিডিয়া তে স্থান পায় যার সাথে
বাস্তবতার কোন মিল নেই । মিডিয়ার কাছে আমাদের অনুরোধ সংবাদ পাওয়ার সাথে সাথে তা
প্রকাশ না করে নুনতম সত্যতা যাচাই করে তথ্য নিয়ে তার পরেই যেন তা প্রচার বা
প্রকাশ করা হয় ।
বার্তা প্রধান এস,কে, মোস্তফা ফিরোজ বলেন , নিঃসন্দেহে মিডিয়া একটি বড় শক্তি ।
তবে , তা নিয়ন্ত্রন করার বা সঠিক পথে পরিচালিত করা দায়িত্ব কিন্তু আপনাদের ,
অর্থাৎ পাঠকদের । আর আপনারা যারা প্রবাসে আছেন তাদের শক্তি আরো অনেক বেশী ।
কারন বাংলাদেশের অর্থনীতির চাকা টা কিন্তু আপনারাই সচল রেখেছেন । এখন যেটা
প্রয়োজন তা হচ্ছে একতা । প্রবাসীদের মধ্যে একতার বড়ই অভাব রয়েছে । আমরা যতোই
বলিনা কেন তার চেয়ে বেশী কার্যকর আপনাদের ভয়েস । আপনাদের অভিজ্ঞ্যতা এবং শিক্ষা
এক্ষেত্রে অনেক বেশী । কারন , আপনাদের মেধা দিয়েই আজকের এই পজিশনে আপনারা
এসেছেন । সেই অভিজ্ঞ্যতা কে কাজে লাগাতে পারলে দেশ এমনিতেই এগিয়ে যাবে ।
উল্ল্যেখ্য বাংলা ভিশন এর বার্তা প্রধান এস,কে, মোস্তফা ফিরোজ চৌধুরী ট্রেডিং
কর্পোরেশন এর কর্নাধার চৌধুরী শাহীন এর আমন্ত্রনে গত ২০ মে ২০১৭ জাপান আসেন ,
এবং এক সপ্তাহ কাল সফর শেষ করে ২৬ মে দেশের উদ্দেশ্যে জাপান তেগ করেন । জাপান
সফরকালীন সময় তিনি ব্যাস্ততম সময় কাটান । এসময় তিনি জাপানের বিভিন্ন শহর ভ্রমন
করেন এবং পুরাতন গাড়ী ব্যাবসার উপর বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|