প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিট

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাপানস্থ কুমিল্লা সোসাইটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ

 

 


কমিউনিটি রিপোর্ট ।। মে ১৭, ২০১৭ ।।

জাপানের কুমিল্লা সোসাইটি কে পুনরুজ্জীবিত করে বিভিন্ন গঠনমুলক কাজে সক্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে ।

কিছু সংখ্যক উদ্যমী যুবকদের পক্ষ থেকে –এ উদ্যোগ নেয়া হয় । তবে কোন মতেই তা সিনিয়রদের বাদ দিয়ে বা তাদের উপেক্ষা করে নয় । বরং তাদেরকে নিয়ে এবং তাদেরই ছত্রচ্ছায়ায় থেকে কুমিল্লা সোসাইটিকে নতুন করে ঢেলে সাজিয়ে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে উদ্যমী যুবকদের কাছ থেকে জানা যায় ।

এজন্য গত ২ বছর ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে যুবকদের মধ্যথেকে মোঃ আবুল খায়ের , রেজাউল ইসলাম ছোটন , মোঃ সাইদুল আলম সাইদ এবং আব্দুল্লাহ আল মামুন জানান ।
তার-ই ধারাবাহিকতায় গত ১৪ মে টোকিওর কিতা সিটি হিগাশি জুজো ফুরেয়াইকান এ এক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয় । এটি ছিল তাদের ৮ম আয়োজন ।

সান্ধ্যকালীন এই মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ কাউসার আলম ভুইয়ান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সাইদুল আলম সাইদ।

মঞ্চে উপবিষ্ট ছিলেন মোঃ নাজমুল ইসলাম ভুইয়ান, মোঃ মাহবুবুল হক, মোঃ সিরাজুল হক, এ জেড এম জালাল, মোঃ সেলিম রেজা প্রমুখ ।

অর্ধ শতাধিক কুমিল্লাবাসী আলোচনা সভায় অংশ নিয়ে তাদের সুচিন্তিত, গঠনমূলক এবং দিকনির্দেশনামূলক প্রস্তাব পেশ করেন ।

আলোচকরা বলেন, প্রথমেই আমাদের আদর্শ এবং উদ্দেশ্য নির্ধারণ করতে হবে । আর এই জন্য প্রয়োজন যুগোপোযোগী একটি গঠনতন্ত্র । এর পর উদ্যোগ নিতে হবে উপযুক্তদের নিয়ে একটি কমিটি গঠন । গঠিত কমিটির মাধ্যমে জাপানে কুমিল্লাবাসীদের বিভিন্ন সমস্যায় সহযোগিতার হাত বাড়ানো । সামাজিক দায়বদ্ধতা থেকে কুমিল্লা জেলার ১৭ টি উপজেলায় দৃষ্টান্ত স্থাপন করার মতো কাজ করার উদ্যোগ নিতে হবে । যেমন , শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরন , মেধাবী শিক্ষারথীদের বৃত্তি প্রদান । এ ছাড়া ও জাপানে যারা নতুন আসবেন তাদের কর্ম সংস্থান , বাসস্থান এ সহযোগিতা করা ।

তারা বলেন , জাপানে কুমিল্লা জেলার লোক বেশী । শিক্ষার্থী , বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যাবসায়ী রয়েছেন । তাদের মেধা কে কাজে লাগিয়ে এই সংগঠন কে জাপানের অন্যতম সেরা আঞ্চলিক সংগঠন তো বটেই , সকলের নির্ভরতার প্রতিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে ।

সভায় আগামী ৯ জুলাই রোববার ব্যাতিক্রম হালাল ফুড এ ঈদউত্তর গেট টুগেদার করার ঘোষণা দেওয়া হয় এবং কুমিল্লাবাসীদের অংশ নেয়ার অনুরোধ জানানো হয়। 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]

.