|
জাপানস্থ কুমিল্লা সোসাইটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ
কমিউনিটি রিপোর্ট ।। মে ১৭, ২০১৭ ।।
জাপানের কুমিল্লা সোসাইটি কে পুনরুজ্জীবিত করে বিভিন্ন গঠনমুলক কাজে সক্রিয়
করার উদ্যোগ নেয়া হয়েছে ।
কিছু সংখ্যক উদ্যমী যুবকদের পক্ষ থেকে –এ উদ্যোগ নেয়া হয় । তবে কোন মতেই তা
সিনিয়রদের বাদ দিয়ে বা তাদের উপেক্ষা করে নয় । বরং তাদেরকে নিয়ে এবং তাদেরই
ছত্রচ্ছায়ায় থেকে কুমিল্লা সোসাইটিকে নতুন করে ঢেলে সাজিয়ে আরও গতিশীল করার
লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে উদ্যমী যুবকদের কাছ থেকে জানা যায় ।
এজন্য গত ২ বছর ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে যুবকদের মধ্যথেকে মোঃ আবুল
খায়ের , রেজাউল ইসলাম ছোটন , মোঃ সাইদুল আলম সাইদ এবং আব্দুল্লাহ আল মামুন
জানান ।
তার-ই ধারাবাহিকতায় গত ১৪ মে টোকিওর কিতা সিটি হিগাশি জুজো ফুরেয়াইকান এ এক
মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয় । এটি ছিল তাদের ৮ম আয়োজন ।
সান্ধ্যকালীন এই মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ কাউসার আলম ভুইয়ান ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সাইদুল আলম সাইদ।
মঞ্চে উপবিষ্ট ছিলেন মোঃ নাজমুল ইসলাম ভুইয়ান, মোঃ মাহবুবুল হক, মোঃ সিরাজুল হক,
এ জেড এম জালাল, মোঃ সেলিম রেজা প্রমুখ ।
অর্ধ শতাধিক কুমিল্লাবাসী আলোচনা সভায় অংশ নিয়ে তাদের সুচিন্তিত, গঠনমূলক এবং
দিকনির্দেশনামূলক প্রস্তাব পেশ করেন ।
আলোচকরা বলেন, প্রথমেই আমাদের আদর্শ এবং উদ্দেশ্য নির্ধারণ করতে হবে । আর এই
জন্য প্রয়োজন যুগোপোযোগী একটি গঠনতন্ত্র । এর পর উদ্যোগ নিতে হবে উপযুক্তদের
নিয়ে একটি কমিটি গঠন । গঠিত কমিটির মাধ্যমে জাপানে কুমিল্লাবাসীদের বিভিন্ন
সমস্যায় সহযোগিতার হাত বাড়ানো । সামাজিক দায়বদ্ধতা থেকে কুমিল্লা জেলার ১৭ টি
উপজেলায় দৃষ্টান্ত স্থাপন করার মতো কাজ করার উদ্যোগ নিতে হবে । যেমন ,
শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরন , মেধাবী শিক্ষারথীদের বৃত্তি প্রদান । এ ছাড়া
ও জাপানে যারা নতুন আসবেন তাদের কর্ম সংস্থান , বাসস্থান এ সহযোগিতা করা ।
তারা বলেন , জাপানে কুমিল্লা জেলার লোক বেশী । শিক্ষার্থী , বিভিন্ন পেশাজীবীর
পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যাবসায়ী রয়েছেন । তাদের মেধা কে কাজে লাগিয়ে এই সংগঠন কে
জাপানের অন্যতম সেরা আঞ্চলিক সংগঠন তো বটেই , সকলের নির্ভরতার প্রতিক হিসেবে
প্রতিষ্ঠিত করতে হবে ।
সভায় আগামী ৯ জুলাই রোববার ব্যাতিক্রম হালাল ফুড এ ঈদউত্তর গেট টুগেদার করার
ঘোষণা দেওয়া হয় এবং কুমিল্লাবাসীদের অংশ নেয়ার অনুরোধ জানানো হয়।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content
is strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|