|
হলুদ ক্লিপ
-সজল বড়ুয়া-
★★★
দুরন্ত এক প্রজাপতি
ধীর গতিতে উড়ে এসে
নিঃশব্দে বলে কানে-কানে
"কেমন আছো তুমি?"
আনমনা নন্দিত আমি
অপরূপ প্রজাপতির অশেষ সৌন্দর্যে
হারিয়ে ফেলি কথা,নিজেরই অজান্তেই।
অতঃপর
ক্লান্ত প্রজাপতি বিষণ্ণতার ছায়ায়
সমাপ্তি টেনে আনে--
"আবার দেখা হবে তোমারই সাথে
বসন্তের কোনো এক শেষ-বিকেলে।
আমার এ'হলুদ ক্লিপে হাত রাখলেই
হৃদয়ের স্পর্শ পাবে প্রজাপতির
যে কোনো মুহূর্তেই।
ভালো থেকো।
শুধু ভালো থেকো তুমি।"
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
লেখকের আগের লেখাঃ
-রক্তের
দাগ মুছে যায় চোখের জলে
|