|
জাপান প্রবাসীদের প্রতিবাদ ও শহীদ মিনারে মানববন্ধন
কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ১৬, ২০১৬ ।।
নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মালম্বীদের উপর নৃশংস হামলা, মন্দির
ভাংচুর, ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদ ও নির্যাতিত হিন্দু
সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য জাপান প্রবাসীরা ধর্ম-দল-মত
নির্বিশেষে গত ১৩ নভেম্বর, রোববার বিকেলে টোকিও শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হন।
নির্দিষ্ট সময়ের আগে থেকেই প্রবাসীরা ইকেবুকুরো নিশিগুচি উদ্যানে টোকিও শহীদ
মিনারে সমবেত হন, তারা এই নির্মম পৈশাচিকতার জন্য ধিক্কার জানান ও বিচার
বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারী ও উস্কানি দাতাদের চিহ্নিত করে
দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের
ভূমিকারও সমালোচনা করেন, সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্বহীন ও
অশোভন বক্তব্যের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। যুগ যুগ ধরে বাংলাদেশ ধর্মীয় ও
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে স্বীকৃত, নাসিরনগর হামলায় একদল সাহসী
মুসলমান যুবক নিজেরা আহত হয়েও হিন্দু ধর্মালম্বীদের পাশে দাঁড়িয়েছিল।
বক্তারা বলেন এই প্রতিবাদ সাম্প্রতিক নাসিরনগরের হিন্দু ধর্মালম্বীদের উপর
জঘন্য নির্যাতনের প্রতিকী প্রতিবাদ হলেও একই সাথে ভারতে ও মিয়ানমারে হিন্দু ও
বৌদ্ধ কর্তৃক মুসলমান ও গাইবান্ধায় সাওতাল নির্যাতনের প্রতিবাদও বটে। ধর্মের
নামে এই বেধর্ম কোন ধর্মেই স্বীকৃত নয়।
শীতের এই পড়ন্ত বিকেলে ও ছুটির দিনের প্রচন্ড ব্যস্ততা উপেক্ষা করে টোকিও ও দূর
দূরান্ত থেকে শতাধিক প্রবাসী প্লাকার্ড, ব্যানার, পোষ্টার নিয়ে এই মানববন্ধনে
উপস্হিত হয়ে নির্যাতিতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
ভিডিও লিঙ্কঃ
https://youtu.be/HZdvN5VMZ9E
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|