শোক সংবাদঃ জাপান প্রবাসীর মৃত্যু
কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ২, ২০১৬ ।।
চট্টগাম নিবাসী ও দীর্ঘ আড়াই যুগ ধরে জাপান প্রবাসী সঞ্জয় দত্ত(পঞ্চাষোর্ধ)
বৃহস্পতিবার ভোর ৩-১২ মিনিটে টোকিও তোশিমা তোরিৎসু হাসপাতালে প্রায় এক বছর
চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেছেন। গত বছরের ২৩শে ডিসেম্বর তিনি মস্তিস্কে
জটিল রোগজনিত অসুস্হতায় অবচেতন অবস্হায় হাসপাতালে ভর্তি হন, একাধিক অস্ত্রোপচার
ও সম্ভাব্য সকল চিকিৎসার পরেও তাকে বাচানো সম্ভব হয়নি।
তিনি স্ত্রী ও দুই শিশু পুত্র রেখে গেছেন।
মিষ্ট-ভাষী, সদাহাস্য সঞ্জয় দত্ত সবার আপনজন ছিলেন। সাংস্কৃতি মনা সঞ্জয় দত্ত
উত্তরণ কালচারাল গ্রুপের লিডার ও সার্বজনীন পূজা কমিটির সাথে ও প্রবাস
কমিউনিটির নানান কার্যক্রমে নিবেদিত প্রান কর্মী ও সংগঠক ছিলেন। তার মৃত্য
সংবাদে প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে আসে। শোকাভুত প্রবাসীরা সন্ধায় হাসপাতালে
ছুটে যান ও কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বন্ধু, শুভার্থী ও পরিজনের আহাজারীতে হাসপাতালের মর্গে বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি
হয়।
আগামী শনিবার সকাল ৮-৩০ মিনিটে তার অন্ত্যেষ্টিক্রিয়া টোকিওর শিনজুকু কু'র "ওচিআই
কাচেবা"(3-34-12,kami Ochiai,Tel:03-3361-4042,(Tojai line-Ochiai stn,Exit 1
or 2-হেঁটে ৫মিনিট) -এ অনুষ্ঠিত হবে।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content
is strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |