আবু সুফিয়ান এর দাফন সম্পন্ন
কমিউনিটি রিপোর্ট ।।
আগষ্ট ১৯, ২০২২ ।।
সদ্য প্রয়াত আবু সুফিয়ান ( আওয়ামা মিযুকি আবু সুপিআন , Aoyama Mizuki Abu
Supian ) এর দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৯ বছর ।
১৭ আগস্ট বুধবার বাদ যুহর টোকিওর কামাতা মসজিদে জানাজা নামাজ শেষে ইবারাকি
কেন-এ মুসলিম কবরস্থানে দাফন করা হয় ।
১৪ আগস্ট রোববার কানাগাওয়া কেন এর কাওয়াসাকিতে একটি ভবনের ১৩ তলা থেকে পড়ে
গিয়ে আবু সুফিয়ান মারাত্মক দুর্ঘটনার শিকার হন । সাথে সাথে তাকে হাসপাতালে
নেয়া হয়। হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
আবু সুফিয়ানের পিতা আব্দুর রহিম দীর্ঘদিন যাবত জাপান প্রবাসী এবং নোয়াখালী
জেলা থেকে আগত। আব্দুর রহিম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । দীর্ঘদিন ধরে তিনি
জাপানের একটি সুবিধাযুক্ত স্টোর ফ্র্যাঞ্চাইজি চেইন “লসোন” ( Lawson )
ব্যবসার সাথে জড়িত । তিনি জাপানী তরুনীকে বিয়ে করেন । তার ৩ সন্তানের মধ্যে
আবু সুফিয়ান ২য় ।
জন্ম এবং মাতৃসুত্রে আবু সুফিয়ান জাপানী নাগরিক ছিলেন । জানাজা এবং দাফন
কাজে তার সহোদর অগ্রজ, অনুজ ও পিতা আব্দুর রহিম এবং বহু সংখ্যক প্রবাসী
উপস্থিত ছিলেন ।
বিশিষ্ট ব্যবসায়ী এমডি এস ইসলাম নান্নু সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন
করেন ।
উল্লেখ্য, এই একই কবরস্থানে ২০১৪ সালের ২৩ আগস্ট আবু সুফিয়ান এর গর্ভধারিণী
মা আওয়ামা কাযুমি কে দাফন করা হয়েছিল ।
আবু সুফিয়ান এর মৃত্যু অস্বাভাবিক হওয়ায় জাপান পুলিশ অপমৃত্যু হিসেবে তদন্ত
করছে ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |