|
কুনিও হোশি স্মরণে জাপান প্রবাসীদের শোক জ্ঞাপন
কমিউনিটি রিপোর্ট ।।
অক্টোবর ৬, ২০১৫ ।।
বাংলাদেশে জাপানী নাগরিক কুনিও হোশির নির্মম হত্যাকানডের প্রতিবাদ ও তার
বিদেহী আত্মার শান্তি কামনা করে গতকাল রোববার সন্ধ্যায় টোকিওর ওইয়ামা কুমিন
কাইকান হলে প্রায় চার শতাধিক প্রবাসী সমবেত ভাবে হত্যাযজ্ঞের নিন্দা ও শোক
জ্ঞাপন করেন।
মঞ্চে উপস্থিত এশিয়ান পিউপলস ফ্রেনডশীপ সোসাইটির
প্রতিষ্ঠাতা প্রবাসী
বাংলাদেশীদের পরম বন্ধু জাপানের বিশিষ্ট মানবাধিকার কর্মী কৎসয়ো ইয়োশিনারি
সহ শতাধীক জাপানী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, তার
পরিবারবর্গ, দূতাবাসের কর্মকর্তা, জাপান প্রবাসী সকল রাজনৈতিক , সামাজিক,
সাংস্কৃতিক সংগঠন সমুহের প্রায় সবাই, সকল মিডিয়া কর্মী সহ প্রচুর সংখক
প্রবাসী হত্যাযজ্ঞের নিনদা জানান।
পূর্ব নির্ধারিত এই আয়েজনটি ছিল মুন্সীগঞ্জ-বিএমপূর সেসাইটি, জাপানের ঈদ
পূনর্মিলনী অনুষ্ঠানের। ইতিমধ্যে বাংলাদেশে পরপর দু'জন বিদেশী নিহত হলে
প্রবাসীরা শংকিত হয়ে ওঠেন। সর্বশেষ জাপানী নিহত হওয়ায় জাপানে নিজ নিজ
কর্মক্ষেত্রে প্রবাসীরা লজ্জ্বাজনক পরিস্থিতির মূখোমূখি হন। তাই অনুষ্ঠানের
শুরুতে নিহত বিদেশীদ্বয়ের ও পবিএ হজ পালনকালীন মিনা ট্রাজেটিতে নিহত সবার
স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপস্থিত সবাই শিগগিরই এই
হত্যাকান্ডের তথ্য উদঘাটন ও শাস্তি প্রদান করে বহি:বিশ্বে আমাদের হারানো
ভাবমূর্তি পুনরুদ্ধারের আশা ব্যক্ত করেন।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|