|
জাপান প্রবাসীদের ভালবাসায় সিক্ত অভিনন্দন ও বিদায় সম্বর্ধনা নিলেন
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন
কমিউনিটি রিপোর্ট ।।
নভেম্বর ৬, ২০১৫ ।।
জাপান প্রবাসীরা আবারও প্রমান করলেন ভালো কাজ দলমত নির্বিশেষে এক হয়ে কাজ
করতে তারা কখনও পিছ পা হন না, অতীতে প্রকৃতিক দূর্যোগ "আইলা" "সিডর" কিংবা
জাপানের সুনামিতে প্রবাসীরা সমবেত উদ্যোগে অর্থ সংগ্রহ করে বাংলাদেশে ও
জাপানের অসহায় মানূষের পাশে দাড়িয়েছেন। ২০১১ সালের জাপানে সুনামির মহা
বিপর্যয়ের পর পর প্রবাসী রেস্টুরেন্ট মালিকরা দুর্গত এলাকায় যেয়ে
বেঁচে থাকা মানুষদের জন্য রান্না করা খাবার বিলিয়েছেন। আবাসিক হোটেলের এক
বাংলাদেশি মালিক তার গোটা হোটেলটাই ছেড়ে দিয়েছিলেন, দীর্ঘদিন খাবার সরবরাহ
করেছিলেন, বিষয়টি জাপানের মিডিয়ায় বেশ আলোচিতও হয়েছিল। এবারও সকল প্রবাসী
একসাথে মিলে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে অভিনন্দন ও
বিদায় জানালেন।
অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি নির্মম ভাবে নিহত জাগৃতি প্রকাশনীর ফয়সাল
আরেফিন দীপনের স্মরনে একমিনিট নিরবতা পালন করা হয়।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে নিউইয়র্কের
বাংলাদেশের মিশনের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জাপান প্রবাসী সম্প্রদায়ের আয়োজনে গত ১ নভেম্বর,২০১৫, রোববার,সন্ধ্যায়
টোকিওর কিতা-কু'র তাকিনোগাওয়া কাইকানে বিদায়ী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে
বিদায় সম্বর্ধনা জানানো হয়। কমিউনিটির প্রায় তিন শতাধিক প্রবাসীর উপস্থিতিতে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীদের সুহৃদ বাদল চাকলাদার।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে কাজী ইনসানুল হক এই অনুষ্ঠান আয়োজনে সকল
প্রবাসীর সহযোগিতা ও রাষ্ট্রদূত সামান্য সময়ে প্রবাসীদের হৃদয়ে যে কতখানি
স্থান দখল করে ফেলেছেন তার বিবরন দেন। মাত্র তিন বছর জাপানে অবস্থানকালে
জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা সংযোজিত
হয়েছে। দুই দেশের দুই প্রধানমএীর সফর, বিগ-বি বাস্তবায়নে আগামী পাঁচ বছরে.
প্রায় ৬০০ কোটি ডলারের ঋন সহযোগিতা, দাতা-গ্রহিতার সম্পর্ক সমপর্ক থেকে
সমন্বিত অংশিদারিত্বের পথে এখন বাংলাদেশ, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্ম-জীবনীর
জাপানী সংস্করণ প্রকাশ নাগাসাকি শান্তি পার্কে বাংলাদেশের ভাস্কর্য স্থাপন,
নিজস্ব ভবনে দূতাবাস, ঢাকা-টোকিও বিমান চলাচল কার্যক্রমের অগ্রগতি,
প্রবাসীদের হাতে
মেশিন রিডেবল পাসপোর্ট তুলে দেয়ার কৃতিত্ব এই রাষ্ট্রদূতের।
সুখেন ব্রম্মের সঞ্চালয় মঞ্চচে উপস্থিত রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বিশেষ
অতিথি রাষ্ট্রদূত পত্নী সোমা জাবিনকে প্রথম ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ফুল
উপহার দেন মাসুদুর রহমান, কাজী এনামূল হক ও ববিতা পোদ্দার।
মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির পক্ষে কর্নেল ও রনি, ময়মনসিংহ সোসাইটি,পক্ষে
শিখা ব্রম্ম, উত্তরণ এর পক্ষে বিমান পোদ্দার, স্বরলিপির পক্ষে বাবু ঢালী,
এন আর বি র পক্ষে মোহসিন, ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে মাসুদ আহমেদ,
ইলিয়াছ মুনশী, সাকাই পাল ও শিপার, ওয়ারবি ওয়েলফেয়ারের পক্ষ থেকে আশরাফুল
ইসলাম শেলী ফুল প্রদান করেন। প্রবাসীর পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রধান করেন
বাদল চাকলাদার, ছালেহ মোঃ আরিফ, তাজ উদ্দিন মাহমূদ রবি, খন্দকার আসলাম হীরা,
সাকুরা সাবের, নাসিরুল হাকিম, মীর রেজাউল করিম রেজা, মোফাজজল হোসেন ও
মাইকেল সান। সকল প্রবাসীদের শুভেচ্ছাবাণী সম্বলিত বিশেষ সম্মাননা কার্ড
প্রদান করেন কাজী ইনসানুল হক।
রাষ্ট্রদূত তার আগামী দায়িত্বে সফলকাম হবেন, বাংলাদেশকে আরও নতুন মাত্রায়
নিয়ে যাবেন সেই প্রত্যাশা ও তাদের সুস্বাস্থ্য কামনা করে প্রবাসীদের পক্ষ
থেকে শুভেচ্ছা বক্তব্য দেন তাজউদদিন মাহমূদ রবি, মুনশী খ আজাদ, নাজমুল
ইসলাম রতন, রেজওয়ান রাজিন, নিলুফার ইয়াসমিন, মোল্লা দেলওয়ার, আলমগীর হোসেন
মিঠূ,মনি ঠাকূর, মনজুর মোরশেদ, আবদূর রাজ্জাক, জুয়েল আহসান কামরুল, বিমান
পোদ্দার, কাজী আজগর আহমেদ সানি, সুনীল রায়, জিয়াউল ইসলাম, মোল্লা ওয়াহিদ,
মিজানুর রহমান শাহীন, সলিমুল্লাহ কাজল, নাসিরুল হাকিম, রফিক উদ্দীন ফরাজী,
আব্দুর রহমান, টি এম নাহিদ, খন্দকার আসলাম হীরা, মীর রেজাউল করিম রেজা,
সাকুরা সাবের ও ছালেহ মোঃ আরিফ প্রমূখ।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে দেয়া সুদৃশ্য ক্রেস্ট ও দৃষ্টিনন্দন
সম্বর্ধনার পোস্টারটি তৈরি করেন কমল বড়ুয়া। মিসেস সোমা জাবিন জাপান
প্রবাসীদের কাছে কৃতজ্ঞতা জানান, প্রবাসীরা তাকে অনেক আপন করে নিয়েছেন, এ
ঋন শোধবার নয়।সম্বর্ধনার জবাবে রাষ্ট্রদূত জাপানে তার সময়টায় যে সাফল্য
এসেছে তার পেছনে তার দূতাবাসের সহকর্মী ও প্রবাসীদের সহযোগিতার কথা বলেন এবং
তার প্রতি অর্পিত দায়িত্ব পালনে তিনি সবার দোয়া কামনা করেন।
সবশেষে সুস্বাদু নৈশভোজে সবাইকে অপ্যায়িত করা হয়।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|