[প্রথমপাতা]

 

 

 

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান'র ইফতার মাহফিল

 

New Page 2

 

কমিউনিটি রিপোর্ট ।। অগাষ্ট ৮, ২০১২ ।।

গত ৫ অগাষ্ট টোকিওর অদূরে সাইতামা-কেন এর মিসাতো সিটিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান'র উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তাকানো বুনকা সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে টোকিও, চিবা, কানাগাওয়া, গুনমা, সাইতামা, তোচিগি ইবারাকি প্রিফেকচারগুলো থেকে প্রচুর সংখ্যক প্রবাসী অংশ গ্রহণ করেন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী মিডিয়া সহ উল্লেখযোগ্য জাপানি অতিথি অংশ নেন।

টোকিও মাক্কী মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ তাহসিন এবং মাক্কী মসজিদের তারাবিহ ইমাম মোঃ আবু সালেহ রমজানের তাৎপর্য তুলে ধরে পবিত্র কোরানের আলোকে ব্যাখ্যা দেন। উপস্থিত ছিলেন চিবা মসজিদের ইমাম আতিকুর রহমান এবং কিতা মসজিদের ইমাম সিদ্দিকুল ইসলাম। বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ডঃ জীবন রঞ্জন মজুমদারও ইফতার মাহফিলে অংশ নেন।

যাতায়াত ব্যবস্থার অসুবিধা এবং টোকিওর বাইরে হওয়া সত্বেও দূর-দূরান্ত অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাদল চাকলাদার।

হরেক রকম ফল, হালিম, পিঁয়াজু, চানা মুড়ি, বেগুনি ইত্যাদি দিয়ে ইফতার, মাগরিবের নামাজের পর মুন্সীগঞ্জ-বিক্রমপুরের ঐতিহ্য অনুযায়ী সাদা ভাত, মাছ, মাংস এবং সবজি দিয়ে নৈশভোজে আপ্যায়ন করা হয় অতিথিদেরকে।

শতাধিক আসন বিশিষ্ট তিনটি হল কানায় কানায় পূর্ণ অতিথি আপ্যায়নে আয়োজকদের হিমসিম খেতে হয়। তারপরও খাদ্য সামগ্রী ও উৎসাহ -কোনোটিরই কমতি ছিলোনা।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]