[প্রথমপাতা] |
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে জাপান প্রবাসীদের শোকসভা
New Page 2
কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ২৪, ২০১৩ ।।
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে জাপান প্রবাসীরা বাংলাদেশ
কমিউনিটি, জাপান আয়োজিত শোকসভায় উপস্থিত থেকে সদ্য প্রয়াত রাষ্ট্রপতির
বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। শনিবার ২৩ মার্চ সন্ধ্যে ৬টায় টোকিওর
কিতা ওয়ার্ডের তাবতা চিইকি হলে আয়োজিত শোকসভায় টোকিও ছাড়াও গুনবা,
কানাগাওয়া, চিবা প্রিফেকচার থেকে বিপুল সংখ্যক প্রবাসী সমবেত হন।
সনথ বড়ুয়ার সঞ্চালনে অনুষ্ঠানের শুরুতে মো. জিল্লুর রহমানের প্রতিকৃতিতে
উপস্থিত সবাই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ২ মিনিট নিরবতা পালনের পর
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে বিশেষ মোনাজাত করা হয়।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তাঁর বক্তব্যে বলেন
"বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এই
নির্মোহ-নিরাহংকার ব্যক্তির প্রয়াণে দল-মত নির্বিশেষে জাতি একজন অভিভাবক
হারানোর ব্যাথায় শোকাভিভুত।" রাষ্ট্রদূত মাসুন বিন মোমেন তাঁর সাথে বেশ
কয়েকবারের সাক্ষাতের স্মৃতির কথা উল্লেখ করেন।
মরহুম রাষ্ট্রপতির মৃত্যুতে পাঠানো জাপানের সম্রাট, প্রধানমন্ত্রী ও
পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তা পাঠ করেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর
মাসুদুর রহমান।
সংসদ সদস্য জিল্লুর হাকিম- ৩ দিন ব্যাপী শোক পালনের মধ্যে মধে জাপান
প্রবাসীদের শোক সভার আয়োজন দেশ মাতৃকার সুখ-দুঃখে সর্বদায় যে প্রবাসীরা
অংশীদার তার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি আপাদমস্তক
একজন "ভালো মানুষ" ছিলেন। তার সাথে দীর্ঘদিনের পরিচয়ে আমি 'ভালো মানুষ'
বলতে কি বোঝায় তা জেনে গেছি। আর তাই তার মৃত্যুতে তিনি গোটা বাংলাদেশের
ভালবাসায় সিক্ত হয়েছেন।
দূতাবাসের ইকনমিক মিনিস্টার জীবন মজুমদার তার ছাত্রাবস্থায় জিল্লুর রহমানের
সাথে কিছু স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন ছালেহ মোঃ আরিফ, মাসুদুর রহমান,
খন্দকার আসলাম হীরা, কাজী ইনসানুল হক, আব্দুর রাজ্জাক, বাদল চাকলাদার,
নাসিরুল হাকিম, বি এম শাহজাহান, জুয়েল আহসান কামরুল, অজিত বড়ুয়া, আব্দুর
রহমান প্রমুখ।
সভায় উপস্থিত সবার সাক্ষর সমৃদ্ধ "জাপান প্রবাসীদের শোকগাথা " জাপান
প্রবাসীদের শোকসভার দলিল হিসেবে সরকারের কাছে পাঠানো হবে বলে দুতাবাস
সুত্রে জানা যায়।
ভিডিওঃ
http://www.youtube.com/watch?v=jjYA1OMJtbo
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|