|
জাপানে বি এন পি'র ৩৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সেপ্টেম্বর ১০, ২০১৬ ।।
জাপান বিএনপির উদ্যোগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দেশনেত্রী বেগম
খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষ্যে এক বিশেষ
আলোচনা সভার আয়োজন করা হয়। জাপানের টোকিওর হিগাসী জুজু ফুরেই কাইকান হলে
আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপান বিএনপির সভাপতি জনাব আলহাজ নুর
এ আলম ( নুর আলী) । সহ- সভাপতি মো: আলমগীর হোসেন মিঠুর পরিচালনায় বক্ত্যব
রাখেন জাপান বিএনপির সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা, উপদেষ্টা কাজী
এনামুল হক, সি: সহ সভাপতি মোফাজ্জল হোসেন, এছাড়াও বিএনপি নেতৃবৃন্দের
মধ্যে বক্ত্যব রাখেন - ফয়সাল সালাহউদদীন , নুর খান রনি, জাকির মাসুম, মো:
জসীমউদ্দীন , এ টি এম জামাল, বিল্লাল হোসেন। অংগ এবং সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দের মধ্যে বক্ত্যব রাখেন যুবদলের দেলোয়ার হোসেন মোল্লা, তৌহিদুল
ইসলাম রিপন, আবুল খায়ের। ছাএদলের কাজী সাদেকুল হায়দার বাবলু, সাফি রায়হান,
মনির হোসেন, কাওসার খান, তৌহিদুল ইসলাম হেলাল, মাসুদ পারভেজ , মাসুদ আলম।
সেস্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান জনি, শাহরিয়ার সাজ্জাদ । এছাড়াও
বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, জাফরুল হাসান,ফয়সাল ভুঁইয়া সহ প্রমুখেরা ।
শেখ মো: আনোয়ার হোসেনের
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভাটি শুরু করা হয়।
আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি
গভীর শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন বক্তাগণ তাদের বক্ত্যব শুরু করেন। তারা শহীদ
জিয়ার আদর্শ অনুসরণ করে তার প্রণীত ১৯-দফা কর্মসূচীর ভিক্তিতে বাংলাদেশের
সাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, আইনের শাসন কায়েম করা,জনগনের মৌলিক
অধিকার ফিরিয়ে বাংলাদেশে বিপন্ন গনতন্ত্র রক্ষার আন্দোলনে , দেশনেত্রী বেগম
খালেদা জিয়ার নেতৃত্বে সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সভাপতি ও সাধারন সম্পাদক তাদের বক্তৃতায়
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ এক
কঠিন ও ভয়াবহ সংকটের মধ্যে যাচ্ছে। তারা বলেন, দেশে আজ প্রতিদিন গুম, খুন ,
ধর্ষণ , রাহাজানি,দূনীর্তির কারনে জনগণের নাভিশ্বাস উঠেছে।
তারা অবৈধ আওয়ামীলীগ
সরকারের বিরূদ্ধে সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহবান জানান।
আলোচনা সভায় জাপান বিএনপি এবং এর অংগ ও সহযোগী
সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|