[প্রথমপাতা] |
টোকিওতে উল্লেখযোগ্য
তিনটি বই নিয়ে আকর্ষণীয়
আলোচনা অনুষ্ঠান
New Page 2
কমিউনিটি রিপোর্ট ।।
জুলাই ১৯, ২০১২ ।।
গত ৮ জুলাই টোকিওর
আকাবানে বিভিও হলে
সন্ধ্যে ৬:১৫ মিনিটে
বাংলাদেশ সাংবাদিক লেখক
ফোরাম- জাপান'র উদ্যোগে
সম্প্রতি ঢাকায়
প্রকাশিত তিনটি বইয়ের
উপর এক আলোচনা
অনুষ্ঠানের আয়োজন করা
হয়। বইগুলো হলো তাকেশি
হায়াকাওয়া রচিত 'আমার
বাংলাদেশ', তাদামাসা
হুকিওরা রচিত 'রক্ত ও
কাদা ১৯৭১' এবং
সম্পাদিত গ্রন্থ 'রবীন্দ্রনাথের
জাপান জাপানের
রবীন্দ্রনাথ'।
অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন বাংলাদেশ সাংবাদিক
লেখক ফোরাম- জাপান'র এর
সভাপতি সজল বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন
NHK
রেডিও জাপানের বাংলা
বিভাগীয় প্রধান কাজুহিরো
ওয়াতানাবে এবং মূল
আলোচক ছিলেন বাংলাদেশ
সাংবাদিক লেখক ফোরাম-
জাপান'র সম্মানিত
উপদেষ্টা সাংবাদিক
মনজুরুল হক।
এনএইচকের বাংলা বিভাগের
প্রধান ও দু'টো বইয়ের
অনুবাদক কাজুহিরো
ওয়াতানাবে 'আমার
বাংলাদেশ' এবং 'রক্ত ও
কাদা ১৯৭১' অনুবাদ ও
প্রকাশের বিভিন্ন
পটভূমিকা তুলে ধরেন।
ম্যালা কর্মব্যস্ততার
ফাঁকেও তিনি জাপানি
ভাষায় রচিত বইগুলোর
বঙ্গানুবাদের নানান
কাহিনী সবিস্তারে
উপস্থিত
দর্শক-শ্রোতাদেরকে
জানান। 'রবীন্দ্রনাথের
জাপান জাপানের
রবীন্দ্রনাথ' গ্রন্থটির
অন্যতম সম্পাদক প্রবীণ
সাংবাদিক মনজুরুল হক
জানান, রবীন্দ্রনাথকে
নিয়ে জাপানের জনগনের
মধ্যে কিছু মতদ্বৈততা
আছে। সে সমস্ত ভুল
বোঝাবুঝি দূর করতেই তিনি
বইটির ব্যাপারে বিশেষ
আগ্রহী হয়ে ওঠেন। অতঃপর
তিনি বইটির বিভিন্ন
বিষয় নিয়ে বিশদ আলোচনা
করেন।
আলোচনার পর শুরু হয়
প্রশ্নোত্তর পর্ব। এতে
অংশ নেন -ছালেহ মোঃ
আরিফ, মোতাহের হোসেন,
কাজী ইনসানুল হক, জুয়েল
আহসান কামরুল, গোলাম
মাসুম, হাসিবুল হাসান
আরিফ ও কামরুল হাসান
লিপু।
অনুষ্ঠানের একাংশে
স্বরচিত কবিতা পাঠ করেন
টোকিওর আলোচিত কবি
মইনুল ইসলাম মিল্টন।
সেদিনের অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন -ফটোসাংবাদিক
আব্দুল ওয়াদুদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী
দল- জাপান শাখার সাধারণ
সম্পাদক মীর রেজাউল
করিম রেজা,
লেখক-সাংবাদিক শরাফুল
ইসলাম, জাতীয় পার্টি
জাপান শাখার সাধারণ
সম্পাদক নাবী উল্লাহ
আসিফ, বিএনপি জাপান
শাখার ভারপ্রাপ্ত সভাপতি
মোফাজ্জল হোসেন, জাপান
প্রেসক্লাবের সম্মানিত
সদস্য খন্দকার আনিসুর
রহমান, কমিউনিটি নিউজ
এর সম্পাদক জেড এম
আবুসিনা, বিএনপি জাপান
শাখার সহ-সভাপতি আলমগীর
হোসেন মিঠু, সংগঠক
হোসাইন মুনির,
ফটোসাংবাদিক শহীদুল হক
প্রমুখ।
সবশেষে বাংলাদেশ
সাংবাদিক লেখক ফোরাম-
জাপান'র সভাপতি সজল
বড়ুয়া তার বক্তব্যে
উপস্থিত সবাইকে
ব্যস্ততার মাঝেও আটপৌরে
সেই অনুষ্ঠানে আসার
জন্যে আন্তরিক ধন্যবাদ
ও পরম কৃতজ্ঞতা জানান।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|