[প্রথমপাতা]

 

 

 

টোকিওতে মহানন্দে সরসত্বী পূজা উদযাপিত

 

New Page 2

 

কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ১৯, ২০১৩ ।।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব "সরসত্বী পূজা"। শিক্ষা, সংগীত ও শিল্পকলার "দেবী" হিসেবে সরসত্বীকে পূজা করে সর্বোচ্চ শ্রদ্ধা জানানো হয়।

গেল ১৭ ফেব্রুয়ারি '১৩, সার্বজনীন পূজা কমিটি- জাপান'র উদ্যোগে টোকিওর আকাবানে কিতা কুমিন সেন্টারে অনুষ্ঠিত ১৮তম সরসত্বী পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দূতাবাস, জাপান'র ইকনোমিক মিনিস্টার ড. জীবন রঞ্জন মজুমদার। ফাগুনের রোদেলা দূপুরে মধ্যাহ্ন ভোজের পর, বিকেল সাড়ে ৩টায় তনুশ্রী গোলদারের উপস্থাপনায় অনুষ্ঠিত নাতিদীর্ঘ এক ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রধান অতিথি ড. জীবন রঞ্জন মজুমদার, সার্বজনীন পূজা কমিটির সম্মানিত উপদেষ্টা ড. কিশোর কান্তি বিশ্বাস, বাংলাদেশ দূতাবাসের পলিটিকাল কাউন্সিলর মাসুদুর রহমান ও পূজা কমিটির সভাপতি সুখেন ব্রম্ম।

এরপর সুপরিচিত কন্ঠশিল্পী ববিতা পোদ্দারের পরিচালনায় শুরু হয়- ছোটদের চমকপ্রদ অনুষ্ঠান। এতে কবিতা ও গান নিয়ে উৎফুল্লতায় অংশগ্রহণ করে- শ্রেয়া, সৌম্য, তরুদা, টিয়ান, গোধূলি সহ সম্ভাবনাময় আরো কয়েকজন।

পরবর্তী পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- দু'দশকের বেশি সময় ধরে জাপানের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যময় নানান অনুষ্ঠান করে আলোচিত সংগঠন- উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের রতন খন্দকার, জাহিদ চৌধুরি, ববিতা পোদ্দার, উৎপল দত্ত বাচ্চু, নীলাঞ্জনা দত্ত ছুটি, এম এ শাহীন, বিশ্বজিৎ দত্ত বাপ্পা, তানিয়া ইসলাম মিথুন, তুলি গোমেজ প্রমুখ। অনুষ্ঠানের এক ফাঁকে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বাংলাদেশ দূতাবাস, জাপান'র প্রথম সচিব (শ্রম) ও নন্দিত শিল্পী বেবী রাণী কর্মকার। সবশেষে সম্মিলিত সশ্রদ্ধ আরতির পর, জাপানে তৈরি বাংলাদেশের মিষ্টি বিতরণের মাধ্যমে খুশির জোয়ারে ভরপুর দিনব্যাপী সেই অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, এবারের পূজায়ও টোকিওর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ সাধারণ বাঙালী এবং গণমাধ্যম কর্মীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি ছিলো সেদিন চোখে পড়ার মতো।

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 
 

[প্রথমপাতা]