টোকিওতে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত
তপন পাল, টোকিও থেকে ।। ফেব্রুয়ারি ৮, ২০১৭ ।।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টোকিওতে উদ্যাপিত হয়েছে হিন্দু
ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। গতকাল ৫ই ফেব্রুয়ারী
রবিবার টোকিওর আকাবানে কিতা-কুমিন সেন্টারে স্থাপিত অস্থায়ী মণ্ডপে সার্বজনীন
পূজা কমিটি, জাপান এ পূজার আয়োজন করে।
প্রচন্ত শীতের মাঝেও দূর-দূরান্ত থেকে প্রায় তিন শ পূজারী জ্ঞান ও বিদ্যার দেবী
সরস্বতী মায়ের বাণী অর্চনা ও অঞ্জলি দেওয়ার জন্য ছুটে আসেন। আবহমান বাংলা ও
বাঙালির ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের
উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও জাপানিও উপস্থিত ছিলেন।
পূজার অঞ্জলি শেষে উপস্থিত ভক্তদের মাঝে পূজার প্রসাদ বিতরণ করা হয়। এরপর শুরু
হয় আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই পূজা কমিটির সভাপতি সুনিল রায় শুভেচ্ছা
বক্তব্য রাখেন। তিনি পূজা কমিটির সাবেক সভাপতি ও উপদেষ্টা সদ্য প্রয়াত সঞ্জয়
দত্তের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন ও আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব
ফাতিমা। আলোচনা অনুষ্ঠানে তিনি উপস্থিত সবাইকে পূজার শুভেচ্ছা জানিয়ে প্রবাসে
এ সরস্বতী পূজা আয়োজন করার জন্য পূজার কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি
বক্তৃতার এক পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ প্রয়াত
সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে সর্বজনীন পূজা কমিটির উপদেষ্টা সুখেন ব্রহ্ম বাংলা ও জাপানী ভাষায়
সরস্বতী পূজার তাৎপর্য ব্যাখ্যা করেন। এ ছাড়া পূজা কমিটির অন্য কর্মকর্তারা
পূজার শুভেচ্ছাসহ পূজা আয়োজনের প্রস্তুতির বিস্তারিত বিবরণ দেন।
অনুষ্ঠানে উত্তরণ বাংলাদেশ সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী ও ছোট ছোট প্রবাসী শিশুরা
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরিশেষে সন্ধ্যা আরতি ও আলিঙ্গনের
মধ্য দিয়ে শেষ হয় এবারের পূজার সকল আয়োজন। প্রচন্ত ব্যস্ততার ও ব্যয়বহুল এ শহরে
স্থায়ী মন্দিরের অভাবে প্রবাসীরা সাধারনতঃ পূজার সন্নিকটে কোন এক রবিবারে হল
ভাড়া করে পূজার আয়োজন করে থাকেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |