|
জাপানে প্রবাসী বধুদের আয়োজনেঃ মাছে-ভাতে বৈশাখী বিনোদন
ইসরাত
জাহান শারমিন - সাইতামা, জাপান
মে ১২, ২০১৭ ।।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রবাসীরা বৈশাখী মেলা, পান্তা-ইলিশ সহ নানা আয়োজনে
নতুন বছরকে বরণ করে নেয়। আয়োজন সমূহের মূলে পুরুষদের প্রাধান্য থাকলেও ইদানিং
জাপানে প্রবাসী মেয়েদের নেতৃত্বে বেশ কিছু সফল অনুস্ঠান প্রমান করে, সুযোগ পেলে
তারাও কমিউনিটিতে দেশীয় কৃস্টি ও সংস্কৃতি বিকাশে যোগ্য নেতৃত্ব দিতে পারেন।
টোকিও, সাইতামা, কানাগাওয়া, তোচিগি, গুম্মা সহ সারা জাপানের বিভিন্ন প্রান্তে
বাংলা নববর্ষ বরণে প্রবাসী বধুদের একাধিক আনন্দমূখর বৈশাখী অনুস্ঠানের সংবাদ
আমরা জাতীয় দৈনিক ও টিভি সহ প্রবাসী পোর্টালের মাধ্যমে জেনেছি।
গেল রোববার সাইতামা কেনের ওয়ারবীর কুরুরু হলে স্থনীয় প্রবাসী বধুদের আয়োজনে
সারাদিন ব্যাপী "মাছে ভাতে বৈশাখী বিনোদন" চমৎকার, গোছানো অনুস্ঠানটির কথা
প্রবাসীরা অনেকদিন মনে রাখবে।
নিশাত সুলতানা শিখার নেতৃত্বে ও মনি, পলি, নাজমা, রুনা, জনি, শারমিন, বিলকিস,
লিপি এই ৯ বধুর উদ্যোগে এবং অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল বধুদের ঐকান্তিক
সহযেগিতায় শত প্রতিকুলতা কাটিয়ে একটি সুন্দর আয়োজন করায় সবাইকে অভিনন্দন
জানাতেই হয়। নিজেরাই চাঁদা তুলে এবং প্রত্যেকেই একাধিক পদ রান্না করে দুপুর থেকে
হলে জম্পেস আড্ডা, ইলিশ, ভাত, ভূনা মুরগী, গরুর মাংস, পাঁচ মিশালি ডাল, ব্রুকলী,
আলু, সুটকি, ডিম সহ নানান পদের ভর্তা, নাস্তায় সিংগারা, হাতে বানানো মিস্টি সহ
নানান বাহারী আইটেম। বেশ কজন আমন্ত্রিত অতিথী সহ শিশু কিশোরদের উপস্থিতি ছিল
চোখে পরার মতো। আয়াজকদের পক্ষ থেকে প্রবাসী সাংবাদিক কাজী ইনসানুল হককে বিশেষ
সম্মামনা জানানো হয়।
একই দিনে একাধিক অনুস্ঠান থাকলেও আমন্ত্রিত প্রায় সবাই এসেছিলেন। শতাধিক সমবেত
ভোজন রশিকদের শুস্বাদু খাবার দাবার শেষে সবাই মিলে মনোরম আনন্দ সন্ধায় সবাই মেতে
ওঠে।শিশুদের জন্য নানান প্রতিযোগিতা ও উপস্হিত কপলদের জন্য ছিল অভিনব কৌতুহলী
গেমস।
শিশু কিশোর সহ সকল প্রবাসী স্বামী-স্ত্রী জুটিদের আকর্ষনীয় পুরস্কার দেয়া হয়।
পুরস্কার দেন অতিথি কাজী ইনসানুল হক, কমল বড়ুয়া ও আশরাফুল ইসলাম শেলী। অনুষ্ঠান
সঞ্চালনায় ছিলেন মোঃ মিজানুর রহমান, সার্বিক সহযেগিতায় - হক মোঃ ইমদাদুল, মইনুল
ইসলাম মানিক, ইকরামুল ইসলাম সুমন, নজরুল ইসলাম, কুমার নন্দী, মোঃ জামান, শহিদুর
রহমান শহিদ, সাইফুল, ফয়সাল, কবির সহ অন্যান্যরা ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|