@ |
জাপানি মিডিয়ায় আলোচিত জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহারের খবর
কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ৮, ২০১৪ ।।
জাপানের প্রায় সকল পত্র-পত্রিকায় জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে'র
বাংলাদেশ সফরকে গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এর মধ্যে সবচেয়ে প্রাধান্য
পেয়েছে জাপানের সমর্থনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনে বাংলাদেশের
প্রার্থীতা প্রত্যাহারের সংবাদটি। বেশির ভাগ পত্রিকার শিরোনামই ছিলো
জাপানের পক্ষে বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহার সংক্রান্ত।
জিজি প্রেস লিখেছে, বাংলাদেশ প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ার ফলে জাপানের
আসন প্রায় নিশ্চিত হয়ে গেলো। নিরাপত্তা পরিষদের সংস্কার সাধানে জার্মানি,
ব্রাজিল ও ভারতের পাশাপাশি জাপানের আসনটি পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিলো। এ
লক্ষ্যে জাপান বাংলাদেশকে আগেই অনুরোধ করে আসছিলো যেন বাংলাদেশ প্রার্থীতা
প্রত্যাহার করে নেয়।
পত্রিকাটি উল্লেখ করেছে, স্বাধীনতা যুদ্ধে জাপানের সমর্থন এবং আন্তর্জাতিক
অঙ্গনে সংহতি এবং এশিয়ারকে ঐক্যবদ্ধ রাখার উদ্দেশ্যে বাংলাদেশের
প্রধানমন্ত্রী জাপানকে এই সমর্থন দেন। আবে বাংলাদেশের প্রার্থীতা
প্রত্যাহারে কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
নিপ্পন হোসো কিয়োকাই (জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন) বা এনএইচকে তাদের জাপানি,
ইংরেজি, বাংলা, কোরিয়ান, ইন্দোনেশিয়ান, স্প্যানিশ, আরবি, চীনা, পর্তুগিজ সহ
তারা যে ক'টি ভাষায় অনুষ্ঠান প্রচার করে থাকে -তার প্রায় সব গুলো ভাষার
শীর্ষ সংবাদ ছিলো শিনজো আবে'র বাংলাদেশ সফর এবং জাপানের অনুকূলে বাংলাদেশের
প্রার্থীতা প্রত্যাহারের ঘটনা।
সংবাদ সংস্থা কিয়োদো, জাপান টাইমস'র মূল শিরোনাম ছিলো জাপানের পক্ষে
বাংলাদেশ তার জাতিসংঘের প্রার্থীতা প্রত্যাহারের করে নিয়েছে -এই নিয়ে।
জাপান টুডে বাংলাদেশ ও শ্রীলংকায় আবে'র ৩ দিনের রাষ্ট্রীয় সফরের খবর তাদের
মূল শিরোনামে প্রকাশ করে। সংবাদের অধিকাংশ জুড়েই ছিলো বাংলাদেশ সফরের বিষয়টি।
জনপ্রিয় নিক্কেই এশিয়ান রিভিউ'র প্রধান সংবাদ ছিলো "বাংলাদেশ জাপানের
সমর্থনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনে প্রার্থীতা প্রত্যাহার
করেছে"।
জাপানের প্রায় সকল পত্রপত্রিকা গুলোই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে'র করমর্দনের ছবি প্রকাশ করে।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|