প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

হাঁস রুটি আনন্দ সন্ধা:ভিন্ন ধারার আতিথেয়তা

 


কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ২, ২০১৬ ।।

ফেব্রুয়ারির শেষ রোববার ছুটির সন্ধ্যাটা একটা ভিন্নধারার আতিথেয়তার সাথে পরিচিত হলেন টোকিও তার পাশাপাশি এলাকার বসবাসকারী প্রবাসীরা।

টেকিওর কিতা কুতে সবচেয়ে বেশী প্রবাসী বাংলাদেশী বসবাস করেন,কিতা কু ওয়ার্ড সূত্রে জানা গেছে প্রায় শতাধিক বাংলাদেশীর নিজস্ব বাড়ী আছে এই ওয়ার্ডে,৬-৭ শতাধিক বাংলাদেশীর স্হায়ী নিবাসও এই অঞ্চলে। কিতা কু'র হিগাসী জুজো টোকিওর বাংলাটাউন বল খ্যাত।হিগাশী জুজো এলাকায় বসবাসরত কজন তরুন যূবক রনি,খায়ের,জাব্বার,রিপন,ওমর ফারূক,কাউসার, জুয়েল প্রমুখ এই অভিনব আয়োজনের উদ্যোক্তা।গত বছর তারা শুরু করেছিলো।

হাঁসের মাংস ও রুটি দিয়ে আতিথেয়তা। নিজেরা রান্না করে শতাধিক অতিথীদের খাওয়ানোর কাজটি খূউব আন্তরিকতা ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করে প্রবাসে শত প্রতিকুলতার মাঝেও এই যুবকরা বাংগালীর চিরন্তন ঐতিহ্য যে আতিথেয়তা সেটি প্রমান করলো।
জাপান প্রবাসী কমিউনিটির অনেকই দল মত নির্বিশেষে সবাই এই তরুনদের ডাকে সমবেত হয়েছিলেন,অপ্যায়নে মুগ্ধ হয়ে , "সুস্বাদু খাবারের স্বাদ গ্রহন ও ওদের আন্তরিকতার প্রশংসা করতে করতে ঘড়ে ফিরেছেন।"

প্রচার বিমূখ এই যূবকরা কোনমতেই অতিথীদের ধন্যবাদ জানানোর সূযোগ দেয়নি,নিজেরাও কোন কৃতিত্ব নিতে অপারগতা প্রকাশ করেছে।
কেন এই আয়োজন ,কারা এর আয়োজক প্রশ্ন করলে ওদের সাদাসিধে জবাব,আমরা সবাই মিলে করেছি,আপনারা আমাদের মূরব্বী,প্রিয়জন,এই প্রবাসে আপনারাই পিতার মতো,বড় ভাইয়ের মতো,আমরা পরিশ্রম করছি ,স্বাবলম্বী হচ্ছি,আপনাদের জন্য এটুকু আয়োজন করে আমাদের মনটা ভরে যায় ,মনে হয় আমরা যেন নিজ পরিবারের মধ্যেই আছি।আমাদের ডাকে আপনারা যে এসেছেন তাতেই আমাদের আনন্দ।পরের বার আরো বড় করে আমরা এই আয়োজনটা করতে চাই।

একই দিনে আরও অনেকগূলো পূর্ব নিদ্ধারিত অনুষ্ঠান থাকার কারনে অনেকে না আসতে পারাতে দূ:খ প্রকাশ করেছেন কেউ কেউ শেষ বেলায় এসে আয়োজক যূবকদের উৎসাহ দিয়ে গেছেন।

নতূন ধারার এই আতিথেয়তা প্রবাস কমিউনিটির মাঝে সৌহার্দ বৃদ্ধি করূক সেই প্রত্যাশা "কমিউনিটি নিউজ" র পক্ষ থেকে।

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]