|
||||||||||||||||||
|
বদরুল বোরহান
সংকীর্নতার উর্ধ্বে ওঠা, ব্যাপারটা কি কঠিন কাজ?
দেশ বাঁচলে তো বাঁচবো আমি, ভাবতে এটা কিসের লাজ?
শান্তিতে নেই দেশ-জনতা, হারাম তাদের রাতের ঘুম।
বাঁচলে নিজে, বাপের নাম আর ভাববো পরে নেতার নাম,
নইলে সবার ডাক-ঠিকানায় আসবে দ্রুত মৃত্যুখাম।
দল ও মত সব চুলোয় রেখে, ভুলে সকল হিংসা-রেষ,
আসুন সবাই ঐক্যমতে, নিজে বাঁচি, বাঁচাই দেশ।
ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
লেখকের আগের লেখাঃ
|