[প্রথমপাতা]

 

 

 

গ্রেটার নোয়াখালী সোসাইটির সাধারন সভা অনুষ্ঠিত
 

কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ১০, ২০১০ ।।

গত ২০শে জুন সন্ধ্যা ৬টায় টোকিওর আকাবানে বিভিও হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তাকাদা কুলসুমের সভাপতিত্বে এবং এম এইচ আর জাকিরের পরিচালনায় গ্রেটার নোয়াখালি সোসাইটির এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জনাব তসলিম উদ্দিন, মীর জাফরুল হাসান, নবী উল্লাহ আসিফ, মোঃ শহীদুল ইসলাম, মোঃ শহীদুল আলম, ডঃ মাহফুজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। গ্রেটার নোয়াখালী সোসাইটি জাপানের সভাপতি এস এইচ এম তসলিম উদ্দিন ও সাধারন সম্পাদক নবী উল্লাহ আসিফ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করা হয়।

বক্তারা সোসাইটির বর্তমান ও ভবিষ্যত কর্মকান্ড পর্যালোচনা করেন। সভায় সোসাইটির খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয় এবং পরবর্তীতে সকলের মতামতের ভিত্তিতে এর পরিবর্তন ও পরিমার্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গনতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রস্তাবনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে এস এইচ এম তসলিম উদ্দিন এবং সাধারন সম্পাদক পদে নবী উল্লাহ আসিফকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ পারষ্পরিক আলোচনার মাধ্যমে এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৪১ সদস্য বিশিষ্ট গ্রেটার নোয়াখালী সোসাইটির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি (২০১০-২০১১) ঘোষণা করেন।

গ্রেটার নোয়াখালী সোসাইটির পূর্নাঙ্গ কার্যকরী কমিটির সদস্যবৃন্দঃ

সভাপতিঃ
এস এইচ এম তসলিম উদ্দিন

সহ-সভাপতিঃ
মনোয়ারা ইয়াসমিন নদী
মীর জাফরুল হাসান
মোঃ আবুল বাশার
তাকাদা কুলসুম
মোঃ বদরুল বোরহান
নজরুল ইসলাম সাত্তার

সাধারন সম্পাদকঃ
নবী উল্লাহ আসিফ

সহ-সাধারন সম্পাদকঃ
মোঃ শহীদুল আলম
মতিউর রহমান জাকির
মাহমুদুল হক স্বপন
জাকির হোসেন মাসুম
মাহবুবুল ইসলাম নবী
মোঃ আজিজুল ইসলাম
মীর দিদারুল আলম

সাংগঠনিক সম্পাদক
ডঃ মাহফুজুর রহমান

অর্থ সম্পাদক
মোঃ শহীদুল ইসলাম

দপ্তর সম্পাদক
মোঃ মাসুদ আলম

প্রচার সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান

মহিলা বিষয়ক সম্পাদকঃ
রেহানা পারভীন

সাংস্কৃতিক সম্পাদক
খুরশিদ আলম

সমাজ কল্যান সম্পাদকঃ
মাহবুব হাসান রোমেল

তথ্য ও গবেষনা সম্পাদকঃ
মোঃ ইসমাইল হোসেন

আইন বিষয়ক সম্পাদকঃ
আব্দুর রব বাবলু

ক্রীড়া সম্পাদকঃ
নুরুল কবির রায়হান

আপ্যায়ন সম্পাদক
জাকির হোসেন রতন

ছাত্র বিষয়ক সম্পাদকঃ
আবু বকর সিদ্দিক

সদস্যঃ
এম এইচ আর জাকির
মোঃ নুরুল আমিন
বাকের মাহমুদ
আবদুল মালেক
অহিদ উল্যা আজাদ
ফরহাদ কিশোর
জহিরুল ইসলাম রিপন
মোঃ কামরুজ্জামান
মোঃ মমিন
আমির হোসেন
ইকবাল হোসেন
মোঃ শরীফ
মোঃ পাপ্পু

 

[প্রথমপাতা]