প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

ওয়ারাবী ওয়েলফেয়ার এসোসিয়েশন, জাপান'র আয়োজিত ঈদ পুনর্মিলনী ২০১৬

 

 


মিজানুর রহমান ।। অক্টোবর ৩, ২০১৬ ।।

২৫শে সেপ্টেম্বর ২০১৬ইং রোববার, টোকিওস্থ আকাবানে বিভিও হলে, ওয়ারাবী ওয়েলফেয়ার এসোসিয়েশন, জাপান এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এর আয়োজন করা হয় ৷ এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন উপস্থিত সকল প্রবাসী ও জাপানিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ৷

১লা জুলাই ঢাকাতে জঙ্গীদের হামালায় নিহত ৭জন জাপানী সহ সর্বমোট ২২জনের ইন্তেকাল উপলক্ষ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক মোস্তাফিজুর রহমান লিটনের ঘোষণায় বলা হয় যে, ১লা জুলাই ঢাকাতে জঙ্গীদের হামালায় নিহত ৭জন জাপানী সহ সর্বমোট ২২জন ইন্তেকাল করেন ৷ এই উপলক্ষ্যে সকলের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত বাংলাদেশী প্রবাসী ও জাপানী সহ সকলেই দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং পরে যথারীতি অনুষ্ঠানের কর্ম শুরু করেন ৷
 


উপস্থিতি

সভাপতি মিজানুর রহমান মিজান এর বক্তৃতার প্রথমেই ওয়ারাবী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নতুন কমিটির কথা ঘোষণা করেন ৷ পরিচিতি পর্বে কমিটিতে অংশগ্রহনকৃত উপদেষ্টা, নির্বাহী কমিটি সহ সকল সদস্যদের নাম ঘোষণা করেন ৷ এবারের কমিটি, প্রায় সমপরিমান পুরুষ ও মহিলাদের সমন্ময়ে গঠন করা হয় ৷

মঞ্চে উপবিষ্ট ছিলেন, সিনিয়র উপদেষ্টা হক মোঃ ইমদাদুল, প্রতিষ্ঠাতা সভাপতি-উপদেষ্টা আশরাফুল ইসলাম শেলী, উপদেষ্টা মোঃ নুরুল হক, উপদেষ্টা আতিকুল হায়দার ও সভাপতি মিজানুর রহমান মিজান ৷

মিজানুর রহমান তার বক্তৃতায় বলেন ওয়ারাবী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ক্রিকেট খেলা, পিকনিক ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের মাধ্যমে জাপানে ব্যাপক পরিচিত লাভ করেছিল ৷ নতুন কমিটির মাধ্যমে আগামীতে বিভিন্ন রকমের খেলাধুলা, চ্যারিটি, শীতের মউশুমে শীত বিদ্ধস্ত লোকের মাঝে শীতের বস্ত্র বিতরণ, এছাড়া প্রতিবন্ধি, রোগাক্রান্ত, প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত এবং বিভিন্ন রকম অসহায়দের পাশে দাড়ানোর জন্য এই এসোসিয়েশন নিষ্ঠার সহিত কাজ করবে ৷ এ বিষয়ে দল মত নির্বিশেষে সকল প্রবাসীদের প্রতি বিভিন্ন রকম সাহায্যের হাত বাড়ানোর জন্য আবদেন জানান ৷
সংক্ষিপ্ত বক্তৃতা পেশ করেন - হক মোঃ ইমদাদুল, আশরাফুল ইসলাম শেলী, সম্মানিত অতিথিদের মধ্য বক্তৃতা পেশ করেন নুর এ আলম (নুর আলী), আলমগীর হোসেন মিঠু, মীর রেজাউল করিম রেজা, কাজী এনামুল হক, খন্দকার আসলাম হীরা, সানাউল হক, বাদল চাকলাদার, শহিদুর রহমান হিরু ও আব্দুর রাজ্জাক প্রমূখ ৷ বক্তারা সকলেই এই সংগঠনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে সর্বদা সাহায্যের হাত বাড়াবেন বলে আশ্বাস দেন ৷

বক্তৃতার শেষান্তে উপস্থিত সকল পুরুষ, মহিলা ও শিশুদের মাঝে নানা রকমের খেলাধুলার আয়োজন করে প্রথম, দ্বতীয় ও তৃতীয় স্থান অধিকারীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ৷ এছাড়া উপস্থিত সকল শিশুদেরকে উপহার বিতরণ করে অনুষ্ঠানটি আনন্দমুখর করে তোলা হয় ৷
 


পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবি উল্লাহ আসিফ, নজরুল ইসলাম সাত্তার, সুলতান আহমেদ, শাহজালাল শিকদার সাগর, কাজী ইনসানুল হক সহ বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসী, দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী, বিশিষ্ট ব্যাবসায়ী সহ বিভিন্ন মেডিয়ার লোকজন ও অংশগ্রহন করেন ৷

অতিথিদের মধ্যে বিপুল সংখ্যক মহিলা ও ছোট ছোট শিশুদের উপস্থিতি, স্বানন্দে খেলাধুলায় আংশগ্রহন, প্রবাসীরা ঈদের শুভেচ্ছা, সৌহার্দ বিনিময়ের পাশাপাশি এসোসিয়েশনের সকল কর্মীদের আতিথেয়তা ও আনুষ্ঠানিকতা উপভোগ করেন ৷

নৈশভোজ

নৈশভোজে গরুর মাংস, মুরগীর মাংস, পাঁচ মিশালী সবজির সু-স্বাদু খাবার সহ মিষ্টান্ন পরিবেশন করা হয় ৷

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]