জাপানের সম্রাটের নিকট
বাংলাদেশের
রাষ্ট্রদূতের পরিচয়
পত্র পেশ
New Page 2
কমিউনিটি রিপোর্ট ।।
নভেম্বর ১৬, ২০১২ ।।
জাপানে নব নিযুক্ত
বাংলাদেশের রাষ্ট্রদূত
মাসুদ বিন মোমেন জাপানের
সম্রাট আকিহিতো'র নিকট তাঁর
পরিচয় পত্র পেশ করেছেন। গত
১৪ নভেম্বর বুধবার সকাল ১১টায়
রাষ্ট্রদূত জাপানের
রাজপ্রাসাদে গনপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের নিযুক্তি
পত্র সম্রাট আকিহিতোর নিকট
পেশ করেন। এ সময় তিনি
বাংলাদেশের রাষ্ট্রপতি
জিল্লুর রহমানের শুভেচ্ছা
এবং মহান স্বাধীনতা যুদ্ধের
পরবর্তী বাংলাদেশ গঠনে
জাপান সরকারের অব্যাহত
সাহায্য এবং জাপানি জনগনের
সমর্থনের কথা বাংলাদেশ
সরকার ও বাংলাদেশের জনগন
কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে
বলে জানান। সম্রাট আকিহিতো
দায়িত্ব পালনকালে
রাষ্ট্রদূতের সু-স্বাস্থ্য
এবং সাফল্য কামনা করেন।
জাপানের প্রথা অনুযায়ী
বিদেশি মিশন গুলির
প্রধানদের সম্রাটের নিকট
পরিচয় পত্র পেশ করতে হয়
ইম্পেরিয়াল প্যালেসে
সম্রাটের কার্যালয়ে। ঐতিহ্য
অনুযায়ী টোকিও স্টেশন থেকে
রাজকীয় ঘোড়ার গাড়িতে করে
রাষ্ট্রদূতকে রাজপ্রাসাদে
নিয়ে যাওয়া হয়। আনুষ্ঠানিকতা
শেষে আবার একই ভাবে টোকিও
স্টেশন পর্যন্ত পৌঁছে দেয়া
হয়।
১৪ নভেম্বর সকাল ১০.২৭ এ
রাষ্ট্রদূতকে বহনকারী ঘোড়ার
গাড়ি টোকিও স্টেশন ত্যাগ করে
এবং ইম্পেরিয়াল প্যালেস
প্রদক্ষিন করে সম্রাটের
কার্যালয়ে প্রবেশ করে।
সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে
সকাল ১১.৩০ এ আবার তিনি
টোকিও স্টেশনে পৌঁছান।
রাষ্ট্রদূত এ সময় হাত নেড়ে
অভিবাদন জানান। রাষ্ট্রদূতকে
বহনকারী গাড়িটির পেছনে
আরেকটি গাড়িতে করে
দূতাবাসের ঊর্ধ্বতন
কর্মকর্তারা রাষ্ট্রদূতের
সংগে যোগ দেন।
একই দিন হল্যান্ডের
রাষ্ট্রদূতও তাঁর পরিচয়
পত্র পেশ করেন। রাজকীয়
অভ্যর্থনা জাপানে নিযুক্ত
রাষ্ট্রদূতদের জন্য একটি
বিরল সম্মান।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন
একজন পেশাদার কুটনীতিক। গত
২৯ অগাষ্ট ২০১২ থেকে তিনি
টোকিওর বাংলাদেশ দূতাবাসের
দায়িত্বভার গ্রহণ করেন।
ইতিপূর্বে তিনি ইতালিতে চার
বছর রাষ্ট্রদূতের দায়িত্ব
পালন ছাড়াও জাতিসংঘে
বাংলাদেশের দায়িত্ব পালন
করেছেন। তিনি ১৯৮৫ সালে
বিসিএস ক্যাডারে যোগ দেন।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |