[প্রথমপাতা]

 

 

 

টোকিওতে জননেতা আব্দুর রাজ্জাকের উদ্দেশ্যে স্মরণসভা

 

 

সজল বড়ুয়া ।। জানুয়ারি ১০, ২০১২ ।।

বাঙ্গালীর গর্ব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের হাতে-গোনা ত্যাগী নেতাদের একজন আব্দুর রাজ্জাকের সাম্প্রতিক মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা গেল ৪ জানুয়ারী'১২ সন্ধ্যে ৭টায়, ইকেবুকুরোর কিনরো ফুকুশি কাইকান হলে এক স্মরণসভার আয়োজন করেছিলো। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সনত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেদিনের সভার সর্বপ্রথমেই প্রয়াত আব্দুর রাজ্জাকের পবিত্র আত্মার পরম শান্তি কামনা করে, উপস্থিত সকলেই এক মিনিট দাঁড়িয়ে সশ্রদ্ধ নিরবতা পালন করেন।

এরপর ৮ বার সংসদ নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাকের বর্ণিল জীবন, সাংগঠনিক দক্ষতা ও মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল জীবনের শেষ দিন পর্যন্ত নির্লোভ জীবন যাপন - ইত্যাকার বিষয়ে বহুমুখী বক্তব্য রাখেন বাদল চাকলাদার, তাজউদ্দিন মাহমুদ রবি চৌধুরি, খন্দকার আসলাম হীরা, সাকুরা সাবের, কাজী ইনসানুল হক, মাসুদুর রহমান, সজল বড়ুয়া, গোলাম মাসুম জিকো, সামসুল আলম ভুট্টো প্রমুখ। বাংলাদেশের স্থপতি "বঙ্গবন্ধু" যাকে নানান গুনের কারণে "আমার রাজ্জাক" বলতেন, (বঙ্গবন্ধু একাডেমীর স্মরণসভায় তোফায়েল আহমেদের বক্তব্যে উল্লেখিত) সেই আব্দুর রাজ্জাকের ১৯৯৪ সালে জাপান সফরকালীন বিশেষ কিছু স্মৃতিকথাও সেদিন কয়েকজন আলোচকের বক্তব্যে সবিস্তারে প্রকাশ পায়।

সবশেষে রাজনৈতিক অঙ্গনের অনুকরণীয় ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাকের বিদেহী আত্মার শান্তি কামনার বিশেষ মোনাজাত সমাপ্তির পর, আগত অতিথিদেরকে আপ্যায়নও করা হয়। সেদিনের সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন যুবলীগ জাপান শাখার সভাপতি মাযহারুল ইসলাম মাছুম।

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]