[প্রথমপাতা] |
টোকিওতে পরবাস আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
New Page 2
কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ২৮, ২০১৩ ।।
গত ২৪ ফেব্রুয়ারি '১৩ রোববার টোকিওর আকাবানে বিভিও হলে বাংলা পত্রিকা
পরবাস'র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শীতের হিমেল
বিকেলের সেই অনুষ্ঠানে সর্বস্তরের শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রদান, আলোচনা অনুষ্ঠান এবং জাপানি ও দেশীয় শিল্পীদের অংশগ্রহণ
সহ বৈচিত্র্যময় অনুষ্ঠানটি কয়েকটি পর্বে বিভক্ত ছিলো।
আমন্ত্রিত অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করার পর, বিকেল ৫টায় অনুষ্ঠানের শুরুতে
ভাষা আন্দোলনের শহীদদের পবিত্র আত্মার শান্তি কামনা করে উপস্থিত সবাই
দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
কাজী ইনসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেদিনের আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস জাপান'র পলিটিক্যাল কাউন্সিলর
মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাপানি চিত্রশিল্পী কৌনো ইপ্পেই,
স্বরলিপি কালচারাল একাডেমির সম্মানিত উপদেষ্টা মুনসী খ আজাদ ও দৈনিক প্রথম
আলোর জাপান প্রতিনিধি মনজুরুল হক।
উল্লেখ্য, বাংলাদেশে অনেক বার সফর করে গ্রামবাংলার চিত্র হাতের তুলিতে
ফুটিয়ে তুলেছেন জাপানি চিত্র শিল্পী কৌনো ইপ্পেই। সেদিন তাঁর উল্লেখযোগ্য
শিল্পকর্মের প্রদর্শনীরও আয়োজন করা হয়। পরবাসের পক্ষ থেকে পরে তাঁর হাতে
বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়। ইপ্পেই কৌতুহলী দর্শকদের সামনে তার
বাংলাদেশের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শিল্পী ইপ্পেইয়ের বক্তব্যের
একাংশে জানা যায়- বাংলাদেশকে তিনি এতটাই ভালোবেসেছেন যে, তাঁর ভিজিটিং
কার্ডও বাংলাতেই লেখা। তাঁকে উপস্থাপক এর কারণ জিজ্ঞেস করলে তিনি সহাস্যে
জানান- "এই কার্ড কাউকে দিলে -সেই ব্যক্তি অবাক হয়ে প্রশ্ন করে এটা কোন
ভাষা -তখন আমি বলি বাংলা। এভাবেই আমি বাংলাদেশকে ভালোবেসে বাংলা ভাষার
প্রচার করে থাকি।"
সেদিন একই সাথে জাপানের বাঙালি সমাজে বিশেষ অবদান রাখার জন্যে আরো সম্মাননা
প্রদান করা হয়- নিরপেক্ষ ও স্বাধীন গণমাধ্যম 'কমিউনিটি নিউজ' কে। সম্পাদক
জেড এম আবুসিনা কমিউনিটি নিউজের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।
দীর্ঘ দুই যুগ ধরে বাংলাদেশের সংস্কৃতিকে জাপানে ও প্রবাসীদের কাছে সঠিক
ভাবে উপস্থাপন করেছে উত্তরণ কালচারাল গ্রুপ। পরবাসের পক্ষ থেকে উত্তরণ
কালচারাল গ্রুপকেও সেদিন সম্মাননা দেয়া হয়। সম্মাননা গ্রহণ করেন
প্রতিষ্ঠাতা সদস্য রতন খন্দকার।
পরবর্তী পর্বে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে পর্যায়ক্রমে নানামুখী বক্তব্য
রাখেন, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম জাপান'র সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক
আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ আওয়ামী লীগ -জাপান শাখার প্রতিষ্ঠাতা সভাপতি
কাজী মাহফুজুল হক লাল, বাংলাদেশ আওয়ামী লীগ -জাপান শাখার সভাপতি ছালেহ মোঃ
আরিফ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল -জাপান শাখার সাধারণ সম্পাদক মীর রেজাউল
করিম রেজা, বাংলাদেশ আওয়ামী লীগ -জাপান শাখার সাধারণ সম্পাদক খন্দকার
আসলাম হীরা, বিএনপি নেতা -শেখ ওয়াজির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী বাদল
চাকলাদার, 'টোকিও এইদেশ'র সম্পাদক সজল বড়ুয়া, বাংলাদেশ ক্লাব'র আহ্বায়ক
কাজী আজগর আহমেদ সানি, টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের
সহধর্মিনী সোমা জাবিন, জাতীয় পার্টি -জাপান শাখার সাধারণ সম্পাদক নাবী
উল্লাহ আসিফ, সার্বজনিন পূজা কমিটির সভাপতি সুখেন ব্রম্ম, টোকিও
ইউনিভার্সিটি অব ইলেক্ট্রোকমিউনিকেশন্স এর ভাষা বিভাগের ছাত্র আনোয়ার উস
সালাম, কবি মোতালেব শাহ প্রিন্স ও দশদিক সম্পাদক সানাউল হক।
এছাড়াও, বক্তব্য রাখেন মাসুদুর রহমান, মনজুরুল হক, মুন্সী খ আজাদ, কাজী
ইনসানুল হক, জেড এম আবুসিনা ও রতন খন্দকার।
অনুষ্ঠানে টোকিওর সুপরিচিত কবি মঈনুল ইসলাম মিল্টন স্বরচিত কবিতা আবৃত্তি
করেন।
আলোচনা পর্বের শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শুরুতে সুপরিচিত
জাপানি নৃত্যদল 'আরাধনা'র শিল্পীরা বাংলাদেশের তিনটি উল্লেখযোগ্য গানে
চমৎকার নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের অভিভূত করেন। এরপর রবীন্দ্র
সংগীত 'আলো আমার আলো' গানটি মিষ্টি গলায় গেয়ে শোনান আইকো ইনোরি।
অনুষ্ঠানের এক ফাঁকে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বকে নিয়ে রচিত 'আমি লাল
সবুজের দেশ, তুমি সুর্যোদয়ের দেশ' -গানটি গিটার বাজিয়ে ভরাট গলায় গেয়ে
শোনান তাকেও উজাওয়া।
জাপানি শিল্পীদের পরিবেশনার পর উত্তরণ কালচারাল গ্রুপ এক মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান দর্শকদের উপহার দেয়।
এ ছাড়াও কলি ও রুমকি দু'বোনের নাচও ছিলো প্রশংসনীয়।
সেদিনের সমগ্র অনুষ্ঠানটির উপস্থানার দায়িত্বে ছিলেন সংস্কৃতি কর্মী
বিশ্বজিৎ দত্ত বাপ্পা।
সবশেষে সবাইকে সুস্বাদু নৈশভোজে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো পদ্মা ফুডস লি, ব্রাস্টেল
টেলিকমিউনিশন ও এশিয়ান বিজনেস নেটওয়ার্ক (ABN)।
বিশেষ সহযোগিতায় ছিলেন- রাহমান মনি, রনি, নাজমুল ভূঁইয়া, জাফরি, রাজেশ
বড়ুয়া (বাবু), আশাবুল আলম এবং তরুণ বড়ুয়া।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|