প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

যুদ্ধের দায়-দায়িত্ব নিয়ে আলোচনা যন্ত্রণাবিদ্ধ করতো প্রয়াত সম্রাট হিরোহিতো'কেঃ ডায়রি

 

 

কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট ২৪, ২০১৮ ।।

১৯৮৯ সালের জানুয়ারিতে সম্রাট হিরোহিতো তাঁর মৃত্যুর কিছুদিন আগে ডায়রিতে উল্লেখ করেছিলেন যুদ্ধের দায়বদ্ধতা সম্পর্কে কথাবার্তা তাকে খুব বিব্রত করতো।

তাঁর সাবেক গৃহাধ্যক্ষ শিনোবু কোবাইয়াশি'র কাছে থাকা একটি ডায়রি'তে প্রকাশ পেয়েছে মানুষ যখন ইস্যুটি উত্থাপন করতো তখন হিরোহিতো গভীর যন্ত্রণা অনুভব করতেন।

তিনি মরনোত্তর শোয়া সম্রাট হিসেবে পরিচিত।

১৯৮৭ সালের ২৩ আগষ্ট তিনি ডায়রিতে এ সব কথা লেখেন, সে সময় তাঁর বয়স ছিলো ৮৫ বছর এবং স্বাস্থ্য খারাপের দিকে যাচ্ছিলো।

"আমার কাজের চাপ কমিয়ে দিয়ে দীর্ঘদিন বাঁচাতে কোনও অর্থ নেই," সম্রাট বলেন "এটি শুধুমাত্র আমার কোনো কিছু দেখা ও শোনার চেষ্টাই বৃদ্ধি করবে। ভাই-বোন সহ নিকটাত্মীয়দের মৃত্যু দেখার অভিজ্ঞতা আমার হয়েছে এবং আমি শুনেছি যুদ্ধের দায় নিয়ে আমার সম্পর্কে মানুষের আলোচনা।"

এ রকম সময়ে সম্রাটের স্বাস্থ্য দুর্বলতা প্রকাশ পেতে শুরু করে এবং ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সি'তে তাঁর সহকারীরা সরকারি দায়িত্ব গুলো কমিয়ে আনার কথা বিবেচনা করছিলেন।

সাবেক আমলা কোবাইয়োশি গৃহাধ্যক্ষ নিযুক্ত হওয়ার পর ১৯৭৪ সালের এপ্রিল থেকে নিয়মিত জার্নাল রাখার ব্যবস্থা করেন। ২০০০ সালের জুনে হিরোহিতো'র স্ত্রী সম্রাজ্ঞী নাগাকো'র মৃত্যু পর্যন্ত তিনি ঐ পদে ছিলেন।

ডায়রি অনুসারে এপ্রিলের ৭ তারিখ সম্রাট প্রাসাদেই ছিলেন, আগের দিন সন্ধ্যায় তিনি জানতে পারেন যুদ্ধে তাঁর দায় নিয়ে মানুষ কথাবার্তা বলছেন।

ডায়রিতে লেখা অনুযায়ী কোবাইয়োশি সম্রাটের ক্লেশ নিবারাণের চেষ্টা করেন।

"খুব অল্প সংখ্যক মানুষই আপনার যুদ্ধের দায়-দায়িত্ব নিয়ে আলোচনা করেছে, তারা জনগণের বড় অংশ নয়" ডায়রিতে লেখা হয় "এটি এখন অতীতের অংশ, দেশ এগিয়ে যাচ্ছে, যুদ্ধোত্তর বছর গুলোতে দেশ পুনর্গঠিত হয়ে গেছে। এ নিয়ে আপনার উদ্বেগের প্রয়োজন নেই।" আসাহি।

   

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]