প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাতীয় শ্রমিক লীগ জাপান শাখার মে দিবসের আয়োজন
 

 

কমিউনিটি রিপোর্ট ।। মে ৯, ২০১৭ ।।

মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ জাপান শাখা এক আলোচনা সভার আয়োজন করে। ৭ মে ২০১৭ টোকিও কিতা সিটি অউজি হকু তো পিয়া হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক লীগ এর আহবায়ক মোঃ শাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ জাপান শাখার সভাপতি সালেহ মোঃ আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা শুহিল্পুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাজী মখলেসুর রহমান, খন্দকার আসলাম হিরা, মোঃ হারুন অর রশিদ, হাজী মোঃ আক্তারুজ্জামান। কাজী মাকসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পক্ষথেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় অতিথিদের।

দিবসটির তাৎপর্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন , রেজাউল কবির ছোটন , চৌধুরী সাইফুর রহমান লিটন , মোল্লা অহিদুল ইসলাম , আব্দুল কুদ্দুস , মোঃ মাসুদ আলম , মোঃ মিজানুর রহমান মিজান , মোঃ হাসান , মোঃ হারুন অর রশিদ , আনোয়ার হোসেন , কাজী মখলেসুর রহমান , কাজী মাহফুজুল হক , তাজউদ্দিন মাহমুদ , সনত বড়ুয়া , খন্দকার আসলাম হিরা , সালেহ মোঃ আরিফ প্রমুখ।

বক্তারা বলেন , শ্রমিকদের অধিকার আদায়ে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো তে আত্নাহুতি দেওয়ার পর ঘটা করে বিশ্ব শ্রমিক দিবস পালন করা হলেও শ্রমিকদের ন্যায্য অধিকার আজও আদায় হয় না অনেক ক্ষেত্রেই। কম পারিশ্রমিকে বেশী সময় কাজ করানোর প্রবণতা এখনো লক্ষ্যনীয়। এই প্রবণতা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।

তারা আরো বলেন, আমরা সবাই কোন না কোন ভাবে শ্রমিক, শ্রমের মাধ্যমেই আমরা পারিকশ্রমিক পেয়ে থাকি। মাননীয় প্রধান মন্ত্রী , জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের ন্যায্য অধিকারে বিশেষ ভুমিকা রেখে চলেছেন। একমাত্র আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলেই বঞ্চিত মানুষরা কিছু পায় , অন্য সরকার আসলে তারা নিজেদের আখের গুছাতেই ব্যাস্ত থাকেন।

সভায় জাপানে হঠাৎ নেতা বনে যাওয়া হাইব্রিড নেতা যারা দলের জন্য কাজ না করে বাংলাদেশে অবস্থান করে ভিজিটিং কার্ড বিলি করছ্নে। তারা বলেন যারা প্রকৃত অর্থেই দলকে ভালোবাসেন তারা দলের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন, ৩০ বছর আগেও তারা ট্রেনে চড়েছেন , এখনো চড়ছেন। আর হাইব্রিড নেতারা পাজেরো হাকাচ্ছেন। দল ক্ষমতা থেকে সরে গেলে এদের টিকিটির নাগাল ও পাওয়া যাবে না। যেমন পাওয়া যায়নি পূর্বেও, কাজেই এদের থেকে সাবধান থাকতে হবে আমাদের সবাইকে।

আলোচনা সভায় শ্রমিক লীগ , আওয়ামীলীগ , অঙ্গসংগঠন সমূহের নেতা –কর্মী ছাড়া ও বিভিন্ন মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]