|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Monday, February 10, 2025 20:33 |

 

সাইতামায় সিঙ্কহোলের ভেতরে আটকে পড়া চালকের জন্য দুই সপ্তাহের অনুসন্ধানের সমাপ্তি

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

দমকলকর্মীরা জানিয়েছেন তারা টোকিওর কাছে একটি সিঙ্কহোলের ভেতরে আটকে পড়া এক ট্রাক চালককে খুঁজে বের করতে অনুসন্ধান রোববার শেষ করেছেন। ঐ ব্যক্তির ট্রাকটি প্রায় দুই সপ্তাহ আগে হঠাৎ সৃষ্ট গর্তে পড়ে যায়। সকলের মনোযোগ ভূগর্ভস্থ পয়ঃনিষ্কাশন পাইপে দেওয়া হয়।

২৮ জানুয়ারি সাইতামা প্রিফেকচারের ইয়াশিওর একটি মোড়ে দেখা যাওয়া সিঙ্কহোলে ৭৪ বছর বয়সী চালকের কোনও সন্ধান এখনও পর্যন্ত পাননি উদ্ধারকারীরা।

রোববার সকালে, দমকলকর্মীরা সিঙ্কহোলের দিকে যাওয়ার জন্য একটি র‍্যাম্প ব্যবহার করে ভারী যন্ত্রপাতি মোতায়েন করে এবং কাদা ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ শুরু করে, কিন্তু আরও ধসের আশঙ্কায় তারা কাজ স্থগিত করতে বাধ্য হন বলে জানান।

বুধবার সিঙ্কহোল থেকে প্রায় ১০০ হতে ২০০ মিটার দূরে পাইপে ট্রাকের কেবিন আছে বলে ধারণা করা হচ্ছে, প্রিফেকচারাল সরকার বলেছে ট্রাক চালক পয়ঃনিষ্কাশনের পাইপের কোথাও আটকে থাকতে পারেন।

প্রথম সৃষ্টি হওয়ার পর থেকে সিঙ্কহোলটি ক্রমাগত প্রশস্ত হয়েছে। এটি কাছাকাছি তৈরি আরেকটি গর্তের সাথে মিশে গেছে এবং এখন গর্তটি প্রায় ৪০ মিটার প্রশস্ত এবং ১৫ মিটার পর্যন্ত গভীর হয়েছে। কিয়োদো।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]