|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Monday, January 06, 2025 15:33 |

 

জাপানের পূর্বাঞ্চলে মাছ ধরার নৌকা ডুবে ২ জনের মৃত্যু, ৩ জন নিখোঁজ

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি জাপানি মাছ ধরার নৌকা ডুবে গেছে। নৌকায় থাকা ২০ জনের মধ্যে দু'জন নিহত হয়েছেন এবং আরও তিনজনের কোনও খোঁজ পাওয়া যায়নি।

জাপান কোস্টগার্ড কর্মকর্তারা বলছেন সোমবার ভোর ২টার কিছু পরে তারা খবর পান যে ইবারাকি প্রিফেকচারের কাশিমা বন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে একটি রাউন্ড হল নেটার ডুবে গেছে বলে মনে হচ্ছে।

দাইহাচি ওহামামারুতে জাপানি ও ইন্দোনেশিয়ান নাগরিকসহ বিশ জন ছিলেন। তাদের মধ্যে তিনজন সমুদ্রে ছিটকে পড়েন এবং তারা এখনও নিখোঁজ রয়েছে।

আরও সতেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে দু'জন জাপানি মারা গেছেন।

জাহাজটি সার্ডিন ধরার জন্য সমুদ্রে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে এটি উল্টে যাওয়ার পর ডুবে গেছে। এনএইচকে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]