|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Friday, November 29, 2024 17:54 |

 

বৃহত্তর টোকিও অঞ্চলে ইনফ্লুয়েঞ্জা মৌসুম চলছে

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

জাপানের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, টোকিও এবং আশপাশের ছয়টি জেলায় ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবের মৌসুম শুরু হয়েছে।

জাতীয় সংক্রামক রোগ ইন্সটিটিউট ও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান ১৭ই নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে ফ্লুতে আক্রান্ত লোকজনের সংখ্যার হিসাব প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে যে প্রতিটি চিকিৎসা কেন্দ্রের গড় হিসাব ছিল চিবায় ৩.১, কানাগাওয়ায় ২.৩১, সাইতামায় ২.১৫, টোকিওতে ২.০৯, গুনমায় ১.৬৫, ইবারাকিতে ১.১৩ এবং তোচিগিতে ১.০৩।

১এর ঊর্ধের সংখ্যা ফ্লুর মৌসুম শুরু হওয়ার আভাস দেয়।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ১৭ই নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে স্কুলের ক্লাস এবং দিনের বেলার শিশু পরিচর্যা কেন্দ্র বন্ধ রাখা সম্পর্কে জানা গেছে। চিবায় ২১টি স্থাপনা এবং টোকিওতে ১৭টি স্থাপনা বন্ধ ছিল। এনএইচকে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]