ভূতাত্বিক পার্ক সংস্কারের পর ফল্ট লাইন দৃশ্যমান হলো
কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট
২০, ২০১৮ ।।
নিইগাতা প্রিফেকচারের ইতোইগাওয়া'র ভূতাত্বিক পার্ক ভ্রমণ করা দর্শকরা এখন একটি
বড়সড় ফল্ট লাইনের উপস্থিতি আরো পরিস্কার ভাবে দেখার সুযোগ পেয়ে পাচ্ছেন,
সংস্কারের পর যেটিকে পুর্ব এবং পশ্চিম জাপানের ভূতাত্ত্বিক সীমানা হিসেবে
উল্লেখ করা হয়েছে।
ইতোইগাওয়া'র নেগোইয়া জেলার ফোসসা মাগনা পার্কে ইতোইগাওয়া-শিজুওকা টেকটনিক লাইন
আগষ্টের ২ তারিখ থেকে জনসাধারণের দেখার জন্যে উন্মুক্ত করা হয়েছে।
পার্কটি পুনর্নিমাণের পর শহর সরকার ইতোইগাওয়া ইউনেস্কো গ্লোবাল জিওপার্ক এ আরো
বেশি দর্শকদের আকৃষ্ট করার প্রত্যাশা করছেন যেটি পার্কের একটি অন্যতম প্রধান
অংশ।
ফোসসা মাগনা পার্ক একটি ভূতাত্ত্বিক ফল্ট দেখার জন্য একটি বৈজ্ঞানিক ট্যুর সাইট
যেখানে ইতোইগাওয়া-শিজুওকা টেকটনিক লাইনকে দেখার জন্যে কৃত্তিমভাবে উন্মুক্ত করা
হয়েছে। পূর্ব পাশের পাথর গুলো প্রায় ১ কোটি ৬০ লক্ষ বছরের পুরোনো, ঘেঁষে থাকা
পশ্চিম পাশের পাথর গুলো আরো অনেক পুরোনো, এ গুলোর বয়স ৩০ থেকে ৪০ কোটি বছর।
ধারণা করা হয় ফল্টটি দু'টি টেকটনিক প্লেটের একটি সীমানা নির্ধারনী লাইন যার
পুরুত্ব প্রায় ১০০ কিলোমিটার। পূর্ব দিকেরটি উত্তর-আমেরিকান প্লেট এবং
পশ্চিমেরটি ইউরেশিয়ান প্লেট। আসাহি।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |