[প্রথমপাতা]

 

 

 

একুশে

-সঞ্জিতা মুখোপাধ্যায়-

যদি আর ফিরে না আসো ।
ও বাংলা ভাষা ! এলো চুলে
নিরিবিলি মায়ের মতো,
তুমি আমার ছায়া হয়ে যেও ।

তোমাকে আপন মনে সাজাবো বলে
পশ্চিমি দরজা খুলে দিয়েছি ।
আন্তর্জাতিক বাতাসে
তোমার কানের ঝুমকো খুলে গেলো
খুলে গেলো জরীন ফিতে ।
ভাষাবিদদের কাজ বাড়িয়ে দিলাম
পুঁথি আর গ্রন্থে জমতে লাগল তোমার আদী রূপ ।

তাই বুঝি ভাষাদের দুর্ভিক্ষ এলো !
যত ওই মুখ দেখতে যাই ,
দূর দেশি বাতাস সব আবছা করে দেয় ।

আমি এত দূরে চলে গেছি?

তবু আজ তো একুশ !
ও সখি,দেখ আমি তোমার মাধবি লতা কন্যা
মুঠোতে এখনো জীবন্ত কিছু ফুল বেলপাতা
মাতৃ ভাষা!
আমার অঞ্জলি নেবেনা !!

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]