কানাগাওয়াতে প্রবাসীদের ঈদ উৎসব
কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ২৮, ২০১৫ ।।
টোকিওর দক্ষিণে কানাগাওয়া প্রিফেকচার। দুই প্রিফেকচারের সীমান্ত ঘেঁষে বাস
করেন অনেক বাংলাদেশী।
গত রোববার ২৬ জুলাই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে জামা কোউমিন কান হলে এসব
প্রবাসী বাংলাদেশীরা মেতে ওঠেন "ঈদ উৎসবে"। যদিও ঈদের সময় এবার দেশের মতোই
তিনদিনের সরকারি ছুটি মিলেছিলো কিন্তু উৎসব প্রিয় বাঙালীদের সব আনন্দকে
একস্থানে জড় করতেই এই আয়োজন।
আয়োজনের চারটি খন্ড ছিলো। প্রথমটি প্রবাসী ভাবীদের হাতে তৈরি সুস্বাদু
রকমারী দুপুরের খাবার। হরেক রকম খাবার, হরেক রকম স্বাদ -দেশে বসেও একবারে
এতো পদের দেশী খাবার মিলবে কিনা সন্দেহ রয়েছে। আর সেগুলোর স্বাদেরও জবাব
নেই।
দ্বিতীয় পর্বের গোড়ায় ছিলো গান "ও মন রমজানের ওই রোজার শেষে..."। এরপর শুরু
হয় ছোট্টমনিদের আসর। বিদেশে বেড়ে ওঠা শিশু-কিশোরা মেতে ওঠে বাংলা গান, নাচ
ও ফ্যাশন শো নিয়ে। ছিলো নাচানাচি, দুষ্টুমি আর ছবি আঁকা। শিশুরা কেউই কারো
চেয়ে কম যায় না তারই প্রমান মিললো এখানে।
এরপর বড়দের কিছু পরিবেশনা। সবশেষে হালকা স্ন্যাকস। এখানেও বোঝা গেলো ভাবীরা
বিদেশে এসেও দেশীয় রান্নাকে কীভাবে রপ্ত রেখেছেন। বিভিন্ন রকমের মিষ্টি,
সমুচা, সিঙ্গারা, রোল, চটপটি টক-ঝাল-মিষ্টিতে জিভে জল এসে পড়া সব
খাবার-দাবারের মাধ্যমে প্রবাসীরা বুঝিয়ে দিলেন প্রবাসে হলেও মন তাদের
দেশেরই।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |