প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

টোকিওতে দুর্গাপূজা উদযাপিত

 

 

 

তপন পাল, টোকিও থেকে ।। অক্টোবর ১১, ২০১৬ ।।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টোকিওতে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত ৯ই অক্টোবর টোকিস্থ আকাবানে কিতা-কুমিন সেন্টারে স্থাপিত অস্থায়ী মন্ডপে সার্বজনীন পূজা কমিটি, জাপান এ পূজার আয়োজন করে। সকালের দিকে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জাপানের দূর-দুরান্ত থেকে প্রায় চার শত পূজারী দুর্গতিনাশিনী মা দুর্গার চরণে অঞ্জলি দেবার জন্য ছুটে এসেছিলেন। হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও জাপানী উপস্থিত ছিলেন আবহমান বাংলা ও বাঙালীর ঐতিহ্য এ অনুষ্টানে।

 

 

অনুষ্টানে পূজা কমিটিরে নেতৃবৃন্দ প্রচন্ত ব্যয় বহুল এ জাপানে একটি স্থায়ী মন্দির স্থাপনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধান অতিথির ভাষনে টোকিস্থ বাংলাদেশ দূতাবাসের মাননীয়া রাষ্ট্রদূত রাবাব ফাতিমা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রবাসে এ দুর্গাপূজা আয়োজন করার জন্য পূজার কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

 

 

অনুষ্ঠানের এক পর্যায়ে মন্ডপে এসে হাজির হন জাপান সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

 

 

শুভেচ্ছা ভাষনে মাননীয় মন্ত্রী প্রবাসে নিজের ভাষা ও নিজের ধর্ম না ভুলে জাঁকজমকের সাথে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠান আয়োজনের জন্য হিন্দু ধর্মাবলম্বীদের অভিনন্দন জানান। তিনি বলেন, দুর্গাপূজার মাহাত্ম্য হচ্ছে এ পৃথিবীতে যখন অন্যায়-অত্যাচার চলছিল তখন ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য মা দুর্গার আবির্ভাব হয়েছিল। তিনি আরো বলেন, বাংলাদেশে সাম্প্রতিককালে যে অশুভ শক্তি মাথা-চাড়া দিয়ে উঠেছে তা জননেত্রী শেখ হাসিনার সরকার কঠোরভাবে দমন করে দেশে শান্তি-শৃংখলা ও আইনের শাসন কায়েম করছেন।

 

 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল “ধর্ম যার যার রাষ্ট্র সবার” বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সে চেতনায় আঘাত এসেছিল; জননেত্রী শেখ হাসিনা ১৫ আগষ্টের সেই অবস্থা থেকে দেশকে মুক্ত করে আবার আমাদের দেশকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছেন। অনুষ্টানের সাংস্কৃতিক পর্বে ছোট ছোট শিশুরা কবিতা আবৃত্তি ও নাচ-গান পরিবেশনা করে। এরপর ভারত থেকে আগত বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী প্রমিতা মল্লিক ও নৃত্যশিল্পী সুভা চক্রবর্তী গান ও নাচে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে তুলেন। পরিশেষে আরতি, সিঁদুর খেলা ও আলিঙ্গনের মধ্য দিয়ে শেষ হয় এবাবের পূজার সকল আয়োজন।

toponpaul@gmail.com  

 5

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]