প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

  

 

জাতীয় শোক দিবস পালন করলো আওয়ামী লীগ জাপান শাখা

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট ৩১, ২০১৬ ।।

গত ২৮ আগষ্ট রোববার টোকিওর কিতা কু'র ওজি হোকতোপিয়া হলে বংলাদেশ আওয়ামী লীগ জাপান জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি ছালেহ মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরি, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য সুজিত রায় নন্দী।

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকলে দাঁড়িয়ে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করেন।

খালিদ মাহমুদ চৌধুরি তার বক্তব্যে বলেন, জিয়ার রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করে তাদেরকে পুরস্কৃত করেছেন। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্যে জিয়া, তার স্ত্রী ও সন্তানরা অনেক ষড়যন্ত্র করেছে। তিনি বলেন বাংলাদেশের দুর্নীতির বরপূত্র তারেক রহমান তার হাওয়া ভবনে বসে স্বাধীনতা বিরোধীদের নিয়ে ২১শে আসষ্ট গ্রেনেড হামলার নীল নক্সা আঁকে। খালেদ মাহমুদ আশা প্রকাশ করে বলেন অচিরেই গ্রেনেড হামলার বিচারের চুড়ান্ত রায় ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর হাসান আরিফ, মুনশী কে আজাদ, কাজী ইনসানুল হয়, জুয়েল আহসান কামরুল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সাধারন সম্পাদক খন্দকার আসলাম হীরা।

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]